আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ ! আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

অনেক সময় আমাদের PDF ফাইল এডিট করার প্রয়োজন হয়, পিডিএফ ফাইল তৈরি করার প্রয়োজন হয়, কনভার্ট করার প্রয়োজন হয়, অথবা আমাদের কোনো প্রেজেন্টেশন ডকুমেন্টকে পিডিএফ এ কনভার্ট করার দরকার হয়, সিগনেচার দেওয়ার দরকার হয়, ফটো দিয়ে পিডিএফ তৈরি করার দরকার হয়, TXT থেকে PDF এ কনভার্ট করার দরকার হয়, ইত্যাদি আরো প্রয়োজন হয়।

এসব করার জন্য তো আপনি অনেক অ্যাপস পেয়ে যাবেন। কিন্তু অ্যাপসে খুব বেশি টুলস পাবেন না। তবে আজকে যে ওয়েবসাইটের কথা বলবো এটার সাহায্যে আপনি ৪৬ টির‌ও বেশি PDF এডিটের অপশন পেয়ে যাবেন, PDF এর ব্যাপারে প্রয়োজনীয় সব এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।

বেশি পরিশ্রম করা লাগবে না আপনাকে। শুধু https://pdfcandy.com/ ওয়েবসাইটে গিয়ে আপনার যেটা প্রয়োজন সেটা ক্লিক করে নিজের পছন্দ মতো PDF ফাইল তৈরি করুন।

কিছু স্ক্রীনশর্টঃ

আরো অনেক টুলস পেয়ে যাবেন।

এবার আসা যাক ফিটনেসের ব্যাপারে।

এখনকার সময়ে যখন আমরা প্রেমে ধোঁকা খাই, শরীর রোগা হ‌ওয়ার জন্য লোকের কথা শুনি, বেশি মোটা হ‌ওয়ার জন্য খোটা শুনি ইত্যাদি কারণে যখন শরীর নিয়ে কথা শোনা লাগে তখন আমরা যা করার কথা চিন্তা করি। ? ↓↓↓

না, আপনার এটা করার দরকার নেই আপনাকে ব্যবহার করতে হবে আপনার বুদ্ধি। আপনি তো নিশ্চয়ই জানেন আজকাল ফিটনেস কতোটা জরুরি। এক্সারসাইজ তো অনেকেই খুব করে করে। এর মধ্যে অনেকেই জানে না যে Biceps বানানোর জন্য কোন ব্যায়াম করা প্রয়োজন, Six Pack বানানোর জন্য কোন ব্যায়াম করা প্রয়োজন, Chest বানানোর জন্য কোন ব্যায়াম প্রয়োজন এবং কখন, কিভাবে করা প্রয়োজন ?

তো Fitness Freak আর Gym Lover’s দের জন্য এই ওয়েবসাইট খুবই কাজের। এই ওয়েবসাইটে আপনি 3D Image এর সাথে নিয়ম পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক : https://musclewiki.com/

এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি হিউম্যান বডি পেয়ে যাবেন। আপনি Gender Select করে, শরীরের যে বিষয়ে ব্যায়াম করতে চান সেটায় ক্লিক করুন।

উদাহরণ হিসেবে যদি আপনি Six Pack বানাতে চান তাহলে Six Pack এ ক্লিক করুন।

তারপর Select Language এ ক্লিক করে ভাষা সেট করুন।

এবার Bengali লেখায় ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

সবকিছু বাংলা ভাষায় চলে আসবে এবং 3D Image প্লে হবে।

তাহলে হয়ে যান শুরু ৬ মাসের মধ্যে আমি আপনার Six Pack দেখতে চাই। ফটো আমাকে টেলিগ্ৰামে পাঠিয়ে দেবেন https://t.me/sohag2003 এই আইডিতে।

লে অলস : এটা তো খুব কম সময়। কম করে হলেও ৩ বছর সময় দেওয়া দরকার। ??

তো এই ছিলো আজকের পোস্টের দুইটা ওয়েবসাইট।

আরও পড়ুনঃ দূর থেকে ভালোবাসার মানুষকে কাছে আনার উপায় বা আমল জেনে নিন।

আরও পড়ুনঃ প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২২

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d

9 thoughts on "অ্যাপ ছাড়াই PDF ফাইল এডিটের জন্য 46 টির বেশি টুলস সাথে Gym Update !"

  1. Levi Author says:
    Pdf Candy নিয়ে আমি আগেই পোস্ট করেছিলাম।Anyways, good post.?
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you ?
    2. Levi Author says:
      Wlc.
  2. Shakib Expert Author says:
    Apnar writting agger cheye improve hoyse onk?
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you vai ?
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you
  3. S.M.Virus Contributor says:
    আপনার সহযোগিতা পূর্ণ পোস্ট এর জন্য অনেক ধন্যবাদ। আশা করি অনেক ভালো ভালো পোস্ট আপনার থেকে আমরা পাবো।
    1. Sohag21 Author Post Creator says:
      আপনাকেও অনেক ধন্যবাদ ? আমার প্রোফাইল ঘুরে দেখে আসতে পারেন হয়তো কোনো পোস্ট আপনার উপকারে আসবে।

Leave a Reply