আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা Web 3.0 এর NFT Domain গুলোকে  Web 2.0 এর Traditional Domain এ Redirect করবেন

NFT Domain কি?

ওয়েব টুতে যেমন .com ও .net জনপ্রিয়। ওয়েব থ্রিতেও .nft .crypto অনেক বেশি জনপ্রিয়তা পাবে, ধারণা করা যাচ্ছে।

বর্তমানে .crypto .nft .x .wallet .bitcoin .dao .888 .zil ও .blockchain এই এক্সটেনশনগুলো এনএফটিতে অ্যাভেইলেবল রয়েছে।

 

যেভাবে Web 3.0 NFT Domain কে Web 2.0 ডোমেইনে Redirect করবেন

(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন)

1. প্রথমেই যেকোন text editing software ওপেন করুন (for example: Notepad for Windows or TextEdit for Mac) এবং নিচের কোডটি paste করুন

 

<!DOCTYPE html>
<html>
<head> <title>HTML Meta Tag</title> <meta http-equiv = "refresh" content = "1; url = YOUR WEBSITE URL HERE" /> </head> <body> <p>YOUR WEBSITE DESCRIPTION HERE </p> </body> </html>

2. YOUR WEBSITE HERE লেখাটিকে আপনার ওয়েবসাইট URL দিয়ে Replace করুন (অবশ্যই ডোমেনের আগে “http://” অথবা “https://” দিবেন এবং YOUR WEBSITE DESCRIPTION HERE এ আপনার সাইট সম্পর্কে এক লাইন লিখে দিবেন
আর HTML Meta Tag এও চাইলে এই লেখাটা দিয়ে দিতে পারেন 

3. তারপর index.html নামে সেভ করুন
বিঃ দ্রঃ অন্য কোন নামে সেভ করলে কাজ হবেনা

4. এবার Index.html ফাইলটাকে যেকোন ব্রাউজার দিয়ে Open করে চেক করুন আপনার ডোমেইনে ঠিকভাবে redirect করছে কিনা

5. তারপর Unstoppable domains এর My Domains section এ যান 

6. ডোমেইনের পাশে থাকা Manage বাটনে ক্লিক করুন

7. তারপর Website tab এ ক্লিক করুন এবং Go to Upload Files to IPFS এর নিচে থাকা click Upload Website Files বাটনে ক্লিক করুন 

9.  Upload বাটনে ক্লিক করে index.html ফাইলটাকে upload করে দিন

10. এবার ৩০ মিনিটের মতো অপেক্ষা করুন । এখন আপনি যদি আপনার NFT Domain এ যান তাহলে 504 Gateway Time-out Error দেখতে পাবেন

Don’t worry এটা নিজেই কিছু সময় পর চলে যাবে এবং আপনার nft domain এ ভিজিট করলে দেখবেন যে web 2.0 ডোমেইনে নিয়ে যাচ্ছে

Note: use Brave browser to visit NFT domains. Because brave is a web 3.0 browser.

Video Tutorial

 

9 thoughts on "Web 3.0 ডোমেইনকে Web 2.0 তে Redirect করবেন যেভাবে | Unstoppable Domains"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    বেশ ইনফরমেটিভ
  2. Nishat Contributor says:
    Valo laglo but amare free te nft domain dilo na kn? 300$ charge lagbe dekhay
    1. Md Sihab Ali Contributor says:
      2টা নিয়েছি??
    2. Nishat Contributor says:
      hea kintu amare deynai.. new twitter khula lagbe naki?
  3. Rakib Author says:
    GREAT POST.
    Free te nite pari nai tokon?
    1. Md Sihab Ali Contributor says:
      2টা নিয়েছি??
  4. TAHER Author says:
    Valo post, keep up

Leave a Reply