আসসালামু আলাইকুম !




ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


অনেক সময় ফটোর মধ্যে লাইটিং ঠিক মতো হয় না। আপনি কোনো ফটো তে স্টুডিও লাইটিং দিতে চান। লাইটিং কন্ট্রোল করতে চান – ডান দিক থেকে, বাম দিকে থেকে অথবা ফটোর যেকোনো জায়গায় লাইটিং দিতে চান।

মানে আপনি ফটো তে প্রোফেশনাল ভাবে ফটোর লাইটিং সেট করতে চান, লাইটিং এফেক্ট বদলাতে চান, রং পরিবর্তন করতে চান, ফটোকে Ambient, Radius করতে চান।

পাশাপাশি ফটোর ব্যাকগ্ৰাউন্ড এফেক্ট, ব্যাকগ্ৰাউন্ড টুলস ব্যবহার, ইত্যাদি করতে চান। তাহলে আপনার জন্য রয়েছে clipdrop.co ওয়েবসাইট।

এই ওয়েবসাইটে আপনি :

★ Remove Background

★ Image Upscaler/Enhance

★ Clean Up

★ Relight

★ Clean Up imperfections

সহ আরো সুবিধা পাবেন। যেমন প্লাগ ইন করার জন্য Photoshop, Figma অপশন পেয়ে যাবেন।

এত কিছু করবো আমি। শুধু একটা ছবি রিলাইটিং করে দেখাবো।

ওয়েবসাইটে গিয়ে আপনি Click or drop a file here to start লেখায় ক্লিক করে ছবি সিলেক্ট করুন।

এরপর আপনাকে দুইটা অপশন দেখাবে প্রো ভার্সন কেনার জন্য এবং বিনামূল্যে কম কোয়ালিটি তে ব্যবহার করার জন্য।

আর আমি আপনি তো প্রো ভার্সন কিনবো না। এবং ফ্রী ভার্সন এ ছবির কোয়ালিটি খারাপ হবে না আমি নিজে দেখেছি।

যদি আপনার মনে হয় যে এডিটিং করার পর ছবির কোয়ালিটি কমে গেছে তাহলে কোনো Image Enhancer App/Website থেকে ফটোর কোয়ালিটি বাড়াতে পারবেন। এক্ষেত্রে সেরা হলো Remini

আপনি Downscale & continue লেখায় ক্লিক করুন।

এরপর আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন। যেমন ওপরের থ্রী ডট এ ক্লিক করলে,

Remove background
Cleanup imperfections
Enhance/Upscale

আরো অপশন পেয়ে যাবেন। Photo Relight করার জন্য ফটো তে ৩ টা বৃত্ত পেয়ে যাবেন আলাদা আলাদা রং এ।

আপনার পছন্দমতো এডিটিং, রিলাইট, কালার রিপ্লেস করার পর ডাউনলোড করে নিন, কাজ শেষ!

ডাউনলোড করার পর কোয়ালিটি ঠিক‌ই থাকবে। যদি কম মনে হয় তাহলে Enhance করে নিয়েন।

এই ছিলো ফটো এডিটিং নিয়ে ছোট্ট একটি পোস্ট।


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




11 thoughts on "Relight করুন যেকোনো Photo Professional ভাবে, সাথে Professional Tools"

    1. Sohag21 Author Post Creator says:
      ?
  1. MD Musabbir Kabir Ovi Author says:
    Sir আপনি থাকলেই হবে একা একা এডিট করতে সমস্যা হয়??
    1. Sohag21 Author Post Creator says:
      I can understand ?
  2. MD Shakib Hasan Author says:
    ভালোই অনেক সুন্দর হয়
    1. Sohag21 Author Post Creator says:
      Hmm

Leave a Reply