ব্লেক ফ্রাইডে অফার হচ্ছে ইন্টারনেট জগতের সবচেয়ে বড় ছাড়ের অফার।

মূলত আমরা সচরাচর যা কিনি তার সাথে অফার দেয় মানে পণ্যের দাম আগে থেকে বাড়িয়ে তার উপর অফার দেয়।

কিন্তু ব্লেক ফ্রাইডে অফার মানে মূল দামের উপর অফার। এর অফারের মাধ্যমে ইন্টারনেটে যেকোনো পণ্য বিশাল ছাড়ে কিনা যায়

নেইমচীপের ব্লেক ফ্রাইডে অফার ইতোমধ্যে শুরু হয়ে যাচ্ছে। যারা ডোমেইম, হোস্টিং কিনবেন তারা নেইমচীপের মাধ্যমে কম দামে সেরা হোস্টিং ডোমেইন নিতে পারবেন

এই স্ক্রিনশট এ দেখুন কি অস্থির সকল অফার দিচ্ছে তারা।

নেইমচীপের অফিশিয়াল সাইটে গেলেই এই হোস্টিমগ, ডোমেইন অফার পেয়ে যাবেন।

ডোমেইনে পাচ্ছেন৯৭% পর্যন্ত ছাড়

হোস্টিং ssl এ থাকছে আকর্ষণীয় ছাড়

তাই নতুন বা পুরাতন যারাই আছেন সবাই লুফে নিন এই অফার। এতে করে আগামী ১ বছর নিশ্চিন্তে ইন্টারনেটে ব্যবসা চালাতে পারবেন।

সার্ভার সাথে সাথেই ডাউন ??

আশাকরি কিছুক্ষণের মাঝেই ঠিক হয়ে যাবে।

7 thoughts on "শুরু হতে যাচ্ছে নেইমচীপের ব্লেক ফ্রাইডে অফার!"

  1. Avatar photo Unlimited Fun Author says:
    অনেক ভালো ।কাজে লাগবে
  2. Avatar photo Ashraful Author says:
    Carry on. Valo likhechen.
  3. Avatar photo MD Shakib Hasan Author says:
    তাই তো মনে হচ্ছে। আরামে ব্যবসা করা যাবে
  4. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    Ata to United State এ হওয়ার কথা বাংলাদেশে হবে নাকি?
  5. Avatar photo abdur razzak1999 Contributor says:
    কেউ আমাকে Dmain কিনে দিতে পারবেন amar card nai ,,,,,,,,আমি pay করে দিব……………
    1. Avatar photo Zox Loop Author Post Creator says:

Leave a Reply