#পোস্ট ১০


আসসালামু আলাইকুম, সবাইকে।

 

আমরা প্রতিনিয়ত এত এত ওয়েবসাইটে নিজের মেইল দিয়ে রাখি যে নিজেরাই ভুলে যাই কোথায় কোথায় মেইল দিয়ে রেখেছি। ফলাফল হয়, বিভিন্ন প্রমোশোনাল ইমেইলে ভরে যায় মেইলবক্স। বুদ্ধিমানরা অবশ্য টেম্প মেইল ব্যবহার করে লগইন করেন। তবে আপনার প্রিয় মেইলটিতে এসব প্রমোশোনাল মেসেজের কারণে অব্যবহারযোগ্য হয়ে পড়ে। অবশেষে উপায় না দেখে নতুন মেইল একাউন্ড খুলতে হয়। এদিকে মেইলের পাশাপাশি আপনার ডেটা সংরক্ষণ করার বিষয় তো আছেই। বর্তমান বিশ্বের সব থেকে শক্তিশালী ও মূল্যবান বস্তু হল এই ডেটা।

 

আজ আপনাদের দেখাব এই সব প্রমোশোনাল ইমেল থেকে কীভাবে আপনার মেইল দিয়ে আনসাবস্ক্রাইব করবেন খুব সহজে। যার মাধ্যমে আপনার পছন্দের মেইল একাউন্টটি পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে পারবেন।


 

 

  • শুরুতেই আপনাকে নিচের ওয়েবসাইটে আপনার যেই মেইল দিয়ে আনসাবস্ক্রাইব করতে চাচ্ছেন সেটাতে সাইনআপ উইথা জিমেইল করে নিন।
ওয়েবসাইট লিংকঃ Mine
  • এরপরে বিভিন্ন তথ্য চাইতে পারে যা আপনার ইচ্ছামত দিতে পারেন। এগুলা কোনো প্রভাব ফেলবে না।

 

  • এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসলে My Footprint এ ক্লিক করুন। 

 

  • এখন আপনারা চাইলে নিচের ওয়েবসাইটগুলা থেকে Reclaim এ ক্লিক করলে সহজেই আনসাবস্ক্রাইব করে নিতে পারবেন। অথবা যদি সকল কানেক্টেড ওয়েবসাইট দেখতে চান তবে See all এ ক্লিক করুন।

 

 

  • এখানে সকল কানেক্টেড ওয়েবসাইটের নাম দেখাবে যেখানে যেখানে আপনার মেইল দিয়ে একাউন্ট করেছিলেন। আপনারা যেই ওয়েবসাইট থেকে রিমুভ করতে চাচ্ছেন সেখানে Reclaim এ ক্লিক করুন ।

 

  • এখন আপনাদের ঐ সাইটের সিকিউরিটি সম্পর্কে বিস্তারিত দেখাবে। ফাইনাল কনফার্মেশন করার জন্য Claim এ ক্লিক করুন।

 

  • ব্যাস, হয়ে গেল। আনসাবস্ক্রাইব করা।

 


মূল পোস্ট এখানেই শেষ। ব্যাকএন্ডে কী হয় জানতে চাইলে পরবর্তী অংশ পড়তে পারেন।

এখন আলোচনা করি ব্যাকএন্ডে এরা কী কাজ করে।
এখানে যখন ক্লেইমে ক্লিক করা হয় তখন আপনার মেইল ব্যবহার করে ঐ ওয়েবসাইটের সাথে কন্টাক করা হয় আপনার সব ইনফরমেশন ডিলিট করার জন্য। আপনাদের একটা উদাহরণ দেখাই।
এখানে দেখুন আমার পক্ষ থেকে ঐ ওয়েবসাইটে মেইল করা হয়েছে। ওরা আমাকে রেসপন্স করেছে যে আমার সকল ডেটা রিমুভ করা হয়েছে। (বিদ্রঃ বেশিরভাগ ওয়েবসাইটই রেসপন্স করে।)
তবে যেগুলা থেকে সহজে ডেটা রিমুভ করা যায় সেগুলাতে এমন ইমেইল যাবে না।

তো আজ এখানেই শেষ করছি। এই পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেকোনো প্রয়োজনে টেলিগ্রামে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।

পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3


আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। ?আমার ব্লগ সাইট?


14 thoughts on "এক ক্লিকে আনসাবক্রাইব করুন সকল অনাকাঙ্খিত প্রমোশোনাল মেইল থেকে।"

  1. Unlimited Fun Author says:
    ভালোই অজানা ছিলো এটা
  2. Sohel Rana Contributor says:
    hack hobe na to abar
    1. SR Shoruv Author Post Creator says:
      ekbar use kore sob site theke unsubscribe kore pass change kore diben mail er
  3. Ashraful Author says:
    Er age mone hoi ei bishoye post dekhechilam trickbd te.
    1. SR Shoruv Author Post Creator says:
      shakib vaiyer post ache 1 bochor ager…kintu oi website r ei website vinno vabe kaj kore…oi website shudhu unsubscribe kore dey…kintu ei website sob website gulate mail pathaye data gula remove kore dite bole.
    2. Ashraful Author says:
      Oo accha.
  4. MD Shakib Hasan Author says:
    ধন্যবাদ টপিক টা কাজে দিবে
    1. SR Shoruv Author Post Creator says:
      updated ✅
      thanks
  5. MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ পেরেছি করতে
  6. Uzzal Mahamud Pro Author says:
    অজানা বিষয়
  7. Sharif Contributor says:
    সব গুলোতে একটা একটা করে আনসাবস্ক্রাইব করতে হয়।
  8. Md Rajjab Ali Author says:
    এভাবে আবার সবকিছু কেটে যাবে না তো? প্রমোশনাল ছাড়া?
  9. prottoyemon1243 Contributor says:
    Thanks king ❤️

Leave a Reply