তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে এখন আমরা সবকিছুই অনলাইনে করতে পারছি।ইন্টারনেটের দুনিয়ায় ওয়েবসাইট শব্দটি একটা সাধারণ ওয়ার্ড হয়ে গেছে।আজকাল লক্ষ লক্ষ সাইট তৈরি হয়েছে।বাংলাদেশীরাও পিছিয়ে নেই, তারা তৈরি করেছি নিজস্ব ব্লগ সাইট, ওয়ার্ডপ্রেসে রান করেছে কিংবা কোডিং দ্বারা বানিয়ে ফেলেছি অন্যরকম ব্যতিক্রম পেইজ।অর্থাৎ হাজারো ওয়েবসাইটের মাঝে গুগল, ইয়াহু বা বিং সার্চ ইঞ্জিনগুলাতে র্যাংক করানো একটু কষ্টকর কাজ।তবুও বাঙালি বসে নেই, এরা সর্বোচ্চ প্রচেষ্টা করে নিজের পেইজের জনপ্রিয় বৃদ্ধির জন্য।অলসতা করে না কাটিয়ে, কঠোর শ্রম ও সময় ব্যয় করে দাঁড় করিয়ে ফেলেন স্বপ্নকে।অর্থাৎ পরিশ্রম এবং মেধা দিয়ে সাফাল্য অর্জন করা সহজ।কিন্তু কিছু ব্লগার এখনো রয়েছে, যারা অন্যদের পেইজ ও সাইট থেকে কপি পেষ্ট করে থাকে।তারা কপিরাইট আইন এবং নীতিমালা ভঙ্গ করে।এর ফল তারা গুগল এর নতুন আপডেট এলেই পায়, এদের ব্লগসাইট এর ট্রাফিক কমে যায়।আর গুগল সার্চ কন্সোল থেকে সেই পোস্টগুলা ডি-ইন্ডেক্স করে দেয়।
কিভাবে DMCA তে সাইট যোগ করবেনঃ
সুতরাং কপি আর্টিকেল ওয়েবসাইটে পাবলিশ করে লাভ হয় না।সাময়িক সময়ের জন্য অর্গানিক ট্রাফিক আসলেও, কিছু দিন পরে গুগল হতে সেই পেইজগুলো হাওয়া হয়ে যাবে।একারণে সাইট হিট খাবে এবং ইম্প্রেসন ও ক্লিক দুইটায় ক্রমান্বয়ে কমে গিয়ে শূন্য হতে থাকে।এরপরেও এদেশীয় অসৎ লোক এমন কাজ মাঝেমধ্যে করে থাকেন।তাই এই আর্টিকেলে দেখিয়ে দিবো আপনার পোস্ট বা সাইটের কন্টেন্ট কেউ কপি করলে সেটা dmca ধরে ফেলবে।ব্লগস্পট ও ওয়ার্ডপ্রেস দুই সাইটেই কিভাবে এড করবেন তাও বলে দিবো।
ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে DMCA তে যুক্ত করবেনঃ
প্রথমে ডিএমসিএ সাইটে আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে, কারণ আইডি ছাড়া আপনি নিজের ওয়েবসাইট এখানে যোগ করতে পারবেন না।ফ্রিতে ৩ থেক ৪ টি সাইট এড করা যাবে, অর্থাৎ এক আইডিতে এর বেশি করতে চাইলে আপনাকে এদের প্যাকেজ ক্রয় করে আপগ্রেড হতে হবে।
তাদের সাইটে একাউন্ট করে নিন উপরের মতো পেইজ থেকে রেজিস্টার অপশন হতে।আপনি মেইল ও পাসওয়ার্ড কিংবা ফোনে লগিন থাকা জিমেইল দিয়ে একাউন্টে যেতে পারেন।এবারে ডাসবোর্ড হতে নিম্নের পেইজের মতো আসবে।সেখানে আপনার সাইটের লিংক, টাইটেল বা শিরোনাম এবং বিস্তারিত লেখা দিয়ে দিন।সাবমিট করলে একটা নতুন উইন্ডো চলে আসবে, এখানে অ্যাসিটগুলো রিফ্রেস করে নিন।আপনি ডাসবোর্ড বক্স থ্রী ডট অপশনে পাবেন।আর সেখান থেকে বিভিন্ন জিনিস যোগ করতে পারেন।
উপরের dmca protected লেখা জায়গায় ক্লিক করুন।
পরের পেইজের এখান থেকে একটু ওপরে কয়েকটি রং এর লেখা দেখাবে, আপনার পছন্দমতো রঙ বেছে নিন।আর কোডটা কপি করে ওয়ার্ডপ্রেস সাইটের থীম থেকে হেড অপশনে দিয়ে দিতে হবে।
স্ক্রিনশটের appearance থীম এডিটর হতে হেড.পিএইপি এতে এমন বক্স থাকবে সেখানে html কোড এর পরে কপি করা রয়েছে ঐটা পেষ্ট করে দিন।
ব্লগারে কিভাবে DMCA এড করবেন?
এজন্য দেখুন থীম থেকে নীল কালারের অপশন থেকে অর্থাৎ কাস্টমাইজের পরের ক্লিক করে ইডিট এইচটিএমলে গিয়ে পেষ্ট করে দিতে হবে।আর বাকি সকল নিয়মগুলা একই।সুতরাং কাজটা বুঝতেই পারছেন অতি সহজ ও স্বল্প সময়ের।আর এটুকু কাজ আপনাকে পোস্ট কপি করা থেকে বাঁচাবে।
টেকনোলজি বিষয়ক পোস্ট পড়তে ভিজিট করুন: helproyal.com
3 thoughts on "DMCA তে আপনার সাইট এড করুন"