হেলো ট্রিকবিডি বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। চলে এলাম নতুন এবং গুরুত্বপূর্ণ একটা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার কাজে লাগবে। বিশেষ করে যাদের ওয়েবসাইট আছে এবং যারা ব্লগিং করে যাচ্ছেন, আর পরিশ্রম করছেন নতুন নতুন টপিক লেখার জন্য তাদের অনেক কাজ এ লাগবে ইনশাআল্লাহ।

পোস্টের গুরুত্বপূর্ণতা:

এখনকার সময়ে Chatgpt সম্পর্কে জানেন না এরকম টেক লাভার নাই বললেই চলে। আপনারা হয়তো জেনেই থাকবেন যে Chatgpt অলরেডি তাদের Chatgpt প্লাস প্যাকেজ লঞ্চ করে ফেলেছে বেশ কিছু সময় হলো। তাদের এই Gpt প্লাস প্যাকেজ এ আছে Gpt 4 এ-আই মডেল যা ফ্রি ভার্সন এর চাইতে আরও এডভান্সড।

এখন চিন্তার বিষয় হচ্ছে Gpt 4 এ একটা ব্রাউজিং নামে ফিচার আছে যেখানে ইউজার চাইলে যেকোনো Url enter করে যেকোনো ওয়েব পেজ এর সকল ডিটেইলস Chatgpt পেজ থেকেই নিয়ে নিতে পারবে।

মনে করেন আপনার নতুন একটা ব্লগ ওয়েবসাইট খুলেছেন এবং কঠোর পরিশ্রম করে পোস্ট লেখছেন এডসেন্স এর এপ্রুভাল পাওয়ার জন্য। কিন্তু কেউ আপনার ওয়েবসাইট এ এলো, এসে আপনার কন্টেন্ট তার ভালো লাগলো এবং আপনার কন্টেন্ট সে কপি করে ফেললো। এতে আপনার সকল পরিশ্রম বেকার হয়ে গেলো।

তাছাড়াও Gpt 4 কে কাজে লাগিয়ে এবং আপনার ওয়েবসাইট এর Feed Url ব্যবহার করে যেকোনো ইউজার অটো ব্লগিং সেটাপ করে ফেলতে পারে। এতে করে আপনি যখনি নতুন কোন পোস্ট করবেন আপনার নতুন পোস্ট টা ওই ইউজার এর ওয়েবসাইট এ অটো পাবলিশ হয়ে যাবে।

এখন অনেকেই বলবেন যে ভাই আমার ওওয়েবসাইটে রাইট ক্লিক ডিসেবল করা আছে তাই আমার চিন্তা নাই, আমার ওয়েবসাইট থেকে কেউ কন্টেন্ট কপি করতে পারবে না, তাদের কে বলি ভাই এটা Chatgpt। এই Chatgpt আপনার ওয়েবসাইট এ রাইট ক্লিক করে কন্টেন্ট কপি করবে না, একবার Read করে হুবুহু সেম পোস্ট Chatgpt পেজ এ তুলে ধরবে।

এখান পর্যন্ত যারা ভালো ভাবে পড়েছেন তারা অবশ্যই বুঝে ফেলেছেন এই পোস্ট এর গুরুত্বপূর্ণতা কি।

Chatgpt থেকে ব্লগ কন্টেন্ট রক্ষা করার উপায়:

আচ্ছা এখন আসি এই সমস্যা থেকে রক্ষা পাবেন কিভাবে। তাহলে বলি, Chatgpt ব্রাউজিং এর জন্য কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম বা বিং ব্যবহার করে না, বরং ব্যবহার করে তার নিজস্ব ইউজার এজেন্ট। অনেকেই বলবেন ভাই ইউজার এজেন্ট কি, ইউজার এজেন্ট হচ্ছে গুগল বা বিং এর মতো সার্চ ইঞ্জিন যে ইউজার এজেন্ট ব্যবহার করে আপনার ওয়েবসাইট এর কন্টেন্ট Read,visit এবং index করার জন্য বা আপনি এক কথায় বলতে পারেন যে এটা একটা Bot। যেমন গুগল ব্যবহার করে তাদের Googlebot এবং বিং ব্যবহার করে তাদের Bingbot ঠিক তেমনই Chatgpt ব্যবহার করে তাদের Chat-GPT ইউজার এজেন্ট।

যেহেতু এটা একটা ইউজার এজেন্ট তাই আমরা Chatgpt থেকে আমাদের ওয়েবসাইট এর কন্টেন্ট রক্ষা করার জন্য ব্যবহার করবো robots.txt ফাইল এবং robots.txt থেকেই Chatgpt কে ব্লক করে ফেলবো যাতে করে কোনো ইউজার যখন আপনার ওয়েবসাইট এর কন্টেন্ট Url দিয়ে Chatgpt এর মাধ্যমে ভিসিট করার চেষ্টা করবে robots.txt ফাইল তখনই সেই ইউজার এজেন্ট কে ব্লক করে দিবে। এতে করে কেউ Chatgpt ব্যবহার করেও আপনার ওয়েবসাইট এর কন্টেন্ট আর কপি করতে পারবে না।

চলুন দেখে ফেলি ঠিক কিভাবে আপনি robots.txt এর মাধ্যমে Chatgpt ব্লক করবেন:

প্রথমে ব্লগারে দেখাচ্ছি তারপর ওয়ার্ডপ্রেসঃ

প্রথমে আপনি আপনার ব্লগার ড্যাশবোর্ড এ যান:

তারপর Settings এ ক্লিক করুন:

তারপর স্ক্রল ডাউন করে দেখুন কোথায় Crawlers and indexing লেখা আছে। তারপর Enable custom robots.txt এটা অফ থাকলে অন করে দিন। আর অন থাকলে শুধু custom robots.txt এর উপরে ক্লিক করুন:

 

তারপর নিচের মতো এই দুই লাইন robots.txt তে অ্যাড করে দিন:

line:

User-agent: ChatGPT-User
Disallow: /

এখন সেভ করে বেরিয়ে যান।

ব্লগারে হয়ে গেলো।

এখন দেখি ওয়ার্ডপ্রেস এ কিভাবে করবেন:

প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ যান এবং Plugin এ ক্লিক করুন:

Add new তে ক্লিক করুন:

তারপর WP Robots Txt লিখে সার্চ করুন এবং নিচে দেখানো প্লাগিন টা ইনস্টল করুনঃ

এবার প্লাগিন টি Active করুনঃ

তারপর আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে Reading অপশন এ ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করুন তাহলে robots.txt এডিট করার ঘর পেয়ে যাবেন। ওই ঘরে শুধু নিচের লাইন দুটো অ্যাড করে সেভ করে দিনঃ

line:

User-agent: ChatGPT-User
Disallow: /

ব্যাস তাহলেই হয়ে গেলো । এখন Chatgpt আপনার ওয়েবসাইট ভিজিট করতে আসলেই robots.txt , Chatgpt কে ব্লক করে দিবে।

আশাকরি আপনারা সবাই পোস্ট টি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে ভালোভাবে আরেকবার পড়তে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন ।

আমার পার্সোনাল দুটি লিঙ্কঃ নেই।

ধন্যবাদ সবাইকে পোস্ট টি পড়ার জন্য।

8 thoughts on "[Must see blogger] Chatgpt থেকে আপনার মূল্যবান ব্লগ কন্টেন্ট রক্ষা করবেন কিভাবে?"

  1. Mahbub Pathan Author says:
    ভাই পোস্টের শেষের অংশ দেখে খুব খারাপ লাগলো আপনার জন্য। আমি চাইলে আমার পার্সোনাল লিংক ব্যবহার করতে পারেন।
    1. Danger Rafi Author Post Creator says:
      ভাই দেওয়ার মতো লিনক আসলেই নাই। থাকলে দিতাম ভাই।
  2. Forhad Rahman Author says:
    গুরুত্বপূর্ন পোস্ট, original content সচেতন ব্লগারদের কাজে লাগবে বেশ ?
    1. Danger Rafi Author Post Creator says:
      জ্বি ভাই ধন্যবাদ।
    1. Danger Rafi Author Post Creator says:
      Thanks vai…
  3. Sajid Blue Author says:
    ami eto famous person na vai :p
    1. Danger Rafi Author Post Creator says:
      কি বুঝালেন ভাই কিছুই বুঝলাম না ?

Leave a Reply