আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো AI ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনার অডিও আপলোড করে কার্টুন ভিডিও বানাবেন।
আমরা যারা ইউটিউব ভিডিও বানানোর জন্য নিজের ফেস না দেখিয়ে ভিডিও বানাতে চাই তারা নিজের ভিডিও প্রেজেন্টিং হিসেবে এই ওয়েবসাইটের মাধ্যমে কার্টুন ভিডিও বানিয়ে ভিডিও বানাতে পারবেন।
চলুন তাহলে শুরু করা যাক।
প্রথমে এই লিংকে ক্লিক করুন Ai Cartoon Website

এরপর নিচে দেখানো স্ক্রিনশট অনুযায়ী কাজ করে নিন
এখন আপনার পছন্দমতো যেকোন একটি avatar সিলেক্ট করুন।

তারপর আপনার কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে Background এ ক্লিক করুন।

এরপর আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন।আপনারা চাইলে আপনার গ্যালারির পিকচারও সিলেক্ট করতে পারবেন

এরপর আপনি ভিডিও টি কোন সাইজে বানাতে চান এর জন্য এইখানে ক্লিক করুন।
এরপর আপনার পছন্দ অনুযায়ী সাইজ সিলেক্ট করে নিন

এখন আপনার অডিও আপলোড করতে Upload audio তে ক্লিক করে অডিও সিলেক্ট করে দিন।
অথবা আপনি চাইলে আপনি এইখানেই আপনার ভয়েজ রেকর্ড করতে পারবেন।এর জন্য Record এ ক্লিক করুন।

ব্যাস অডিও আপলোড করার পর আপনার ভিডিওটি কার্টুন ভিডিও হয়ে যাবে।
দেখুন কত সুন্দর ভাবে কার্টুন ভিডিও তৈরি হয়ে গেল।

এখন কার্টুন ভিডিও সেভ করার জন্য Share এ ক্লিক করুন এরপর আপনাকে লগিন করতে বললে লগিন করে নিবেন।দেখবেন ডাউনলোডটি অটোমেটিক হয়ে যাবে।যদি তা না হয় তাহলে মেসেঞ্জারের মাধ্যমে কাউকে ভিডিও অথবা নিজের নাম সার্চ করে নিজের মেসেঞ্জারে পাঠিয়ে ভিডিওটি সেভ করতে পারবেন।(আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও সেভ করতে পারেন এটি একান্ত আপনাদের বিষয়)

কার্টুন ভিডিও বানানোর আরেকটি ওয়েবসাইট সম্পর্কে এর আগে আমি একটি পোস্টে আলোচনা করেছি আমার ঐ পোস্টটি দেখতে এই লিংকে ক্লিক করুন Carton creat Website

আমি আমার সাধ্যেমতো চেষ্টা করেছি আপনাদের ভাল ভাবে বুঝানোর জন্য।আমার এই পোষ্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – & Telegram

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

6 thoughts on "আপনার রেকর্ডকৃত ভয়েজ দিয়ে খুব সহজেই কার্টুন ভিডিও বানান AI ওয়েবসাইটের মাধ্যমে।"

    1. Sohelarman4374 Author Post Creator says:
      Thank you
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Hmm
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Thank you vai

Leave a Reply