এখন এন্ড্রোয়েড ফোন অথবা পিসি দিয়ে অন্য
একটা এন্ড্রোয়েড ফোন ফুল একসেস করা
যাবে। শুধু একটা এপ্স আর ইন্টারনেট কানেকশন
থাকা লাগবে। আর এটা ইচ্ছা করলেই হাইড করে রাখা
যায়, এতে অন্য কারোর ফোন একসেস করলে
সে টের পাবে না।
১৩টা ফিচারের মধ্যে টপ পাচটা ফিচার-
1. ফোনের ২টা camera এক্সেস করা যাবে,
ফ্ল্যাশলাইট কন্ট্রোল করা যাবে।
2. ফোন কোথায় আছে সেটা জিপিএস দিয়ে
গুগোল map এ দেখা যাবে। সো যে কাউকে
track করা যাচ্ছে (ফোনের লোকেশন অন থাকা
লাগবে)।
3. ফোনের স্ক্রিনে কি কি হচ্ছে দেখা যাবে।
4. Inbox এর ম্যাসেজ দেখা যাবে, তার নম্বর
থেকে অন্য নম্বরে মেসেজও করা যাবে।
কাউকে কলও দেওয়া যাবে তার নম্বর থেকে!
5. ফাইল সেন্ড-রিসিভ করা যাবে রিমোটলি। সেইম
রাউটারে থাকলে Shareit এর স্পীডে ফাইল
ট্রান্সফার হবে।
কাজ-
1. যার phone একসেস করবেন তার ফোনে [url=https://srv3.airdroid.com/p14/web/getbinaryredirect?type=apk&channel]এই
এপ্সটা[/url] ইন্সটল করেন। তারপর এপ্সটা ওপেন করে
একটা একাউন্ট খুলে ফেলেন। account করার পর
login করলেই আপনার কাজ শেষ। আর যদি চান
আপনার কাজগুলা গোপনে করবেন তাইলে Setting
> Apps > Airdroid এ গিয়ে Turn on notification এর
মার্ক
.
2. নিজের পিসি অথবা ফোন থেকে এই লিংকে
যান। **পিসিতে crome অথবা mozilla আর ফোনে
crome অথবা ডেফল্ট ব্রাউসার ইউস করতে হবে।
এবার ভিক্টিমের ফোনে যে আইডি ক্রিয়েট
করসিলেন ওই মেইল পাসওয়ার্ড দিয়ে লগিন
করেন।
**ক্যামেরা একসেস করতে হলে কিছু কিছু
ফোনে রুট করতে হবে। সব ফোন রুট করা
লাগেনা। কিছু ফোনে রুট ছাড়াই ক্যামেরা একসেস
পারমিশন দিতে পারে।
.
.
8 thoughts on "ফেইক নম্বরর মানে অন্য একজনের নাম্বার থেকে আপনি নিজেই কল দিন।"