মোবাইলে সবসময় চার্জ বেশি থাকে না।
দেখা যায় যখন খুব দরকার ঠিক তখনি
চার্জটা শেষ হয়ে যায়। তাই কিছু টিপস
জেনে রাখুন যা দ্বারা কিছুটা হলেও
মোবাইলের চার্জ থাকবে বেশি সময়।
আসুন জেনে নেই টিপসগুলো কি কি –
১। পিছনের পকেটে রাখলে হামেশাই
বসে পড়েন তার উপর। এতে মোবাইল এবং
তার ব্যাটারি দু’ইয়েরই ক্ষতি হয়। খুব
বেশি চাপ পড়লে ব্যাটারি ফেটেও
যেতে পারে।
২। অত্যধিক ঠান্ডায় ব্যাটারি খুব জলদি
ডাউন হয়ে যায়। তাই ঠান্ডায় এটা করা
যেতেই পারে। ব্যাগের গভীরে জামা
কাপডের মধ্যে ঢুকিয়ে রাখলে অনেক
ক্ষণ ব্যাটারি সচল থাকে। কিন্তু ভুলেও
গরমে এটা করতে যাবেন না। বেশি
তাপে ব্যাটারি নষ্ট হয়ে যায়।
৩। বেড়াতে গেছেন উপভোগ তো করবেনই
কিন্তু একটু সামলে। আপনার সব সময়ের
সঙ্গী মোবাইল ফোনের কথা ভুলবেন না।
ভুলেও সমুদ্রের কাছাকাছি ফোন নিয়ে
যাবেন না। প্রয়োজনে হোটলেই রেখে
আসুন। কারণ, আপনার ত্বকের মতোই
পোনও পুড়ে যায়।
৪। আগুনের কাছাকাছি রাখলে ফোন
খারাপ হয়ে যেতে পারে। গরমের জন্যই
এটা হয়। রান্না করার সময়টা ফোন
নিজের থেকে একটু দূরে রাখুন। হতে
পারে কোনো দূঘরটনা।

8 thoughts on "মোবাইলের চার্জ চলে যায় ৪ জায়গায় ফোন রাখলে ! দেখে নিন আপনার অবশ্যই কাজে লাগতে পারে"

  1. trickbdd Subscriber says:
    copy news porte ar bal lage na.
    1. Avatar photo Raju Author Post Creator says:
      thanks
  2. Avatar photo Mra Raj Author says:
    Valo Post korlen
    1. Avatar photo Raju Author Post Creator says:
      tnxxxxxxx
  3. Avatar photo bayezid bostami Contributor says:
    Hook me and you will ?

Leave a Reply