আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজ এক কাস্টমার আসল বিয়ের সিডি কপি করার জন্য, কয়েক জায়গায় গেল, তারা বিয়ের সিডিটি কপি করে দিতে পারেনি, পরে অন্য লোকের মারফতে আমার কাছে আসল, আমি পারব বলে তাদের বিশ্বাস।

পরে নেমে কাজে দেখি Nero সফট আছে কিন্তু Nero সফট MB বেশি হওয়ার কারেন আর পিসিতে সেটআপ দিয় নাই, পরে পিসিতে সার্চ দিয়ে CDBunerXP দিয়ে তৈরি করে ফেললাম।

CDBunerXP
কিভাবে করলাম তা আজ আপনাদের শিখাব।

প্রথমে এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিন।

Click Here To Download

তারপর চালু করুন।
তার আগে বিয়ের ডিভিডি আপনার পিসিতে কপি করে রাখুন।

এবার Video DVD তে ক্লিক করুন। তাহলে নিচের মত আসবে।

এবার VIDEO_TS folder এ আপনার কপি করা ডিভিডি টি দেখিয়ে দিন, উপরের মত কাজ করুন। সব কিছু ঠিক থাকলে Burn dice এ ক্লিক করুন।

তাহলে ডিভিডি বার্ন হতে কিছুটা সময় নিবে ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুন।

উপরের মত যদি মেসেজ আসে তাহলে বুঝবেন আপনার কাজ শেষ এখন Ok দিলে আপনার ডিভিটি বের হয়ে যাবে।

ব্যাস তৈরি হয়ে গেল, আপনার বিয়ের ডিভিটি কপিটি …।

2 thoughts on "বিয়ের সিডি/ডিভিডি গুলো কপি করুন কম মেগাবাইটের একটি সফটওয়্যার দিয়ে (কাজের টিউন) Nero এর দিন শেষ।"

  1. TrickBD Pr says:
    “এর পর থেকে আর Uploadex এ আপলোড দিয়ে অ্যাপস শেয়ার করবেন না”
    “ধন্যবাদ”
  2. Shadhin Author says:
    kub sundor kora copy marcen from TechTunes .
    😛 😛 😛

Leave a Reply