আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

মাঝে মাঝে আমাদের Windows এর প্রবলেম এর কারনে Windows চালু হয় না, আর এরই মধ্যে আপনি Windows দিবেন দেখেন যে CD/DVD রম কাজ করছে না, তখন যে কত বিরক্তি লাগে যার সমস্যা হয় সে ছাড়া আর কেউ জানে না। আজ আমি এমন এক সমাধান দিব যে আর দ্বারা আপনি সমস্যা থেকে সমাধান পাবেন। আর বর্তমানে কিছু নোট বুক আছে যার মধ্যে কোণ CD/DVD থাকে না তখন ও এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকের টিউনে।

তাহলে আসুন শিখে নিয় ছোট কাজের টিপস টি।

প্রথমে এখান থেকে PowerISO সফট টি ডাউনলোড করে নিন ISO ফাইল তৈরি করার জন্য।

Click Here To Download

ডাউনলোড হয়ে গেলে তারপর চালু করুন।
এখন মেনুবার থেকে Tools>Make CD/DVD/Blu-ray Image File এ ক্লিক করুন, তার আগে আপনার CD/DVD রোমে Windows এর সিডি রাখতে হবে। এখন মনে প্রশ্ন আসতে পারেন আমার তো CD/DVD রম নস্ট আমি কিভাবে এই কাজ টা করব, আপনি অন্য CD/DVD ভাল এ এই কাজটি করতে হবে।

তাহলে নিচের মত আসবে, Source drive আপনার DVD ফাইলটি দেখিয়ে দিন আর Destination file .iso এর ফাইলটি কোথায় সেভ হবে তা দেখিয়ে দিন।

সবশেষ OK তে ক্লিক করুন, আর ১০/১২ মিনিট অপেক্ষা করুন।

ব্যাস তারপর দেখুন আপনার Windows এর একটি ISO ফাইল তৈরি হয়ে গেল।

এখন আমরা শিখব ISO ফাইল কে বুটেবল হিসাবে PENDRIVE এ রুপান্তর করব, মানে এই ISO File দিতে আমরা Windows দিব PENDRIVE দিয়ে।

২। এখন আবার PowerISO চালু করুন পেন ড্রাইভ কে বুটেবল করার জন্য,
তারপর Tools menu থেকে Create Bootable USB Drive এ ক্লিক করুন।

তারপর Source Image File এ আপনার ISO / সিডি কপি করা ফাইলটি দেখিয়ে দিন।
Destination USB Drive এ আপনার PENDRIVE টি দেখিইয়ে দিয়ে Start এ ক্লিক করুন।

কিছুক্ষণ সময় নিবে বুটেবল হতে তাই ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুন। যদি নিচের মত লেখা আসে তাহলে বুঝে নিতে হবে আপনার কাজ শেষ।

ব্যাস তৈরি হয়ে গেল বুটেবল পেন ড্রাইভ এইবার আপনি নিজেই পেনড্রাইভ দিয়ে Windows দিন খুব সহজে।

7 thoughts on "আপনার Laptop এর সিডি/ভিভিডি ড্রাইভ নস্ট Windows দিতে পারছেন না (নিয়ে নিন সমাধান) With Full Tutorial"

  1. IT Expert Legend Author says:
    Nice post. But if you use rufus it will be easier
  2. Jakir22a Contributor says:
    ধন্যবাদ। rufus এর ব্যবহার screenshot সহ দি‌লে ভাল হয়।
  3. prince shamim Contributor Post Creator says:
    Tnx for comment
  4. puja Contributor says:
    ধন্যবাদ
    unRegister
  5. Jakir22a Contributor says:
    full version করব কিভা‌বে?
  6. Rakibul985 Contributor says:
    ভাই পেনড্রাইভ লাপটপে নেয় ঠিক ঈ কিন্তু My computer এ শো করে না। remove করতে চাইলে কয় drive is in use.কিভাবে ঠিক করব।
  7. Alamin123 Contributor says:
    power iso registered kivabe korbo??

Leave a Reply