এন্ড্রয়েড মোবাইলের সফটওয়ার যেভাবে ব্যাক আপ নিয়ে পরে প্রয়োজনে ইন্সটল করি। কম্পিউটারে এরকম কোন সিস্টেম আছে কি? যেটা দিয়ে ব্যাকআপ নিয়ে পরে ইন্সটল করতে পারি।

4 thoughts on "Help Post PC Software"

  1. Sohag Author says:
    গুগলে সার্চদেন আশা করি পেয়ে যাবেন ।
  2. কম্পিউটারে মূলত সরাসরি ইন্সটল হয় না । হয়ত এর ব্যাকআপ কোন ড্রাইব বা সিডিতে থাকে।
  3. Sukesh Sutradhar Contributor Post Creator says:
    মেহাদী হাসান খান ভাই আমরা যখন কোন এপ্স website থাকে ডাউনলোড করি। তখন ডাউনলোড করা ফাইলে ক্লিক করলেই ইন্সটল হয়। যদি ব্যাকআপ করা না যেত তাহলে তারা এই ফাইলটা কোথায় পাবে।
  4. asmalamgir Contributor says:
    প্রশ্নটা আমারও ছিলো, কম্পিউটারে ইন্সটল করা সফটওয়্যার কিভাবে ব্যাকআপ করে ফাইল আকারে পাওয়া যাবে???

    প্লিজ, কারো জানা থাকলে বলবেন

Leave a Reply