বই হলো আমাদের জীবনের অপরিহার্য একটি বস্তু। ছোট বেলায় বড়দের কাছে শুনেছি, বই হলো আলো। নাহ এটা কোন প্রদীপের বা মোমবাতির আলো নয়, এমনকি চাঁদের আলোও নয়। এটি হলো জ্ঞানের আলো। যা সুষ্ঠ ও সুন্দর ব্যবহার আলোকিত করতে পারে আপনার জীবন। আর এই আদরের বইটিই যখন আমরা বাজার থেকে কিনে ঘরে বসে বসে পড়ি তখন কতই না মজা লাগে। কিন্তু বর্তমান এই ইলেক্ট্রনিক্স এর যুগে কত জনই বাজার থেকে বই কিনে এনে পড়ে বলেন? এখন তো সবাই ইন্টারনেট থেকে ফ্রী ফ্রী সাহিত্য, গল্প, টিউটোরিয়াল ইত্যাদি বই ডাউনলোড করায় ব্যস্ত। আর Adobe PDF Reader দিয়ে এই সব pdf ফরমেটের বইগুলো পড়তে পড়তে হয়ত আপনার জীবনের অতীতের সেই বই পড়ার মজাগুলো ফ্যাকাশে হয়ে গেছে। কি তাই নাহ? হুমম ঠিক তাই। আর তাই সেই পুরোনো দিনের বই পড়ার মজাটা একটু আপনার জীবনে ফিরিয়ে আনার জন্য আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ত্রিডি একটি পিডিএফ রিডার নিয়ে। এটি সম্পূর্ণ ফ্রী। এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার মাউসের কার্সার দিয়ে টেনে টেনে পৃষ্টা উল্টা-পাল্টা, জুম ইত্যাদি করে আপনার মনের মতোন করে বই পড়তে পারবেন। আসুন এবারে কিছু স্ক্রীনশট দেখা যাক :


আসুন এবারে ডাউনলোড করা যাক :

এইখানে ক্লিক করে ডাওনলোড করেন

আসাকরি আপনারা এটি ব্যবহার করে অনেক মজা পাবেন। সকলের প্রতি শুভ কামনা রইল :)

4 thoughts on "3D পিডিএফ রিডার, যা বাড়িয়ে দেবে আপনার বই পড়ার অনুভূতি"

  1. TrickBD Pr says:
    “আশা করি, এর পর থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক দেওয়ার চেষ্টা করবেন”
    “ধন্যবাদ”
  2. indra Contributor says:
    অ্যান্ড্রয়েডের জন্য থাকলে দেন।
  3. Emon Hasan Author Post Creator says:
    দেমু ভাই উয়েট করেন

Leave a Reply