প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

আমরা যখন নতুন কম্পিউটার কিনি তখন কম্পিউটারে বা ল্যাপটপে কোন এপ্স বা সফটওয়্যার থাকে না। এমনি windows install করলে নতুন করে সব কিছু ডাউনলোড করতে হয়।

তাই আজ নিয়ে আসলাম দারুণ একটি পোষ্ট কি ভাবে ১ ক্লিকে গুরুত্বপূর্ণ এপ্স গুলো ইন্সটাল করেন।

প্রথমে Ninite ওয়েবসাইটে ইন্টার করবেন –

তার পরে পছন্দের apps গুলো সিলেক্ট করেন

সিলেকশন করার পরে Get Your Ninite এ click করেন তাহলে সব গুলো ডাউনলোড হয়ে যাবে। অনেক সময় অটো install হয়ে যায়।

যদি অটো না হয় তাহলে আপনি install করে নিবেন।

বিঃদ্রঃ – কোন ভূল হলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

2 thoughts on "নতুন ল্যাপটপে বা কম্পিউটারে ১ ক্লিকে গুরুত্বপূর্ণ এপ্স গুলো ইন্সটাল করেন"

  1. Forhad Rahman Author says:
    SEO Fact 101: টাইটেলে Ninite শব্দটি উল্লেখ করে দিলে পেজভিউ ইমপ্রুভ হয় + রিডাররাও ইনস্ট্যান্ট একটা ধারনা পেয়ে যায় পোস্টটা কি টেকনোলজি‌/সফটওয়্যার নিয়ে।
    1. Shafiqur Rahman ( Numan ) Author Post Creator says:
      thanks bhaiyya

Leave a Reply