Hello World!

কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন।

আজকে আপনাদের সাথে এমন কিছু Tricks শেয়ার করবো যার মাধ্যমে আপনি আপনার আলু (potato) পিসিকে বানিয়ে ফেলতে পারবেন রকেটওয়ালা পিসি!

কিভাবে সেটাতে আসার আগে বলে রাখি সব tricks এক এক করে try করে দেখবেন। আপনার যখন মনে হবে একটি Trick আপনার পিসির performance boost করে দিচ্ছে তখনই সেটি on করবেন।

তা না হলে আর সেটিকে modify করার কোনো প্রয়োজন নেই।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

(১) Disable Startup Apps :

আপনার পিসিতে এমন কিছু Apps থাকবেই যেগুলো আপনি পিসি On করার সাথে সাথে সেগুলোও On হয়ে যাবে। এটি একটি বেদনাদায়ক সমস্যা।

কারন Background এ এগুলো Apps Automatic Ram/Cpu Use করতে থাকে আর আপনার পিসিকে Slow করে দেয়।

Startup Apps বন্ধ করার উপায় :

1. open settings

2. Click on apps

3. এর পর যেসব apps আপনি চান না startup এ on হোক সেগুলো off করে দিবেন।

4. কিছু কিছু apps এর ভিতর থেকে off করতে হয়। সেটা আপনি app এর settings এ পেয়ে যাবেন।

Screenshot of the trick :

(২) Disable Background Apps :

Windows 10 এ আপনি Manually সব ধরনের Background Apps বন্ধ করতে পারবেন। এর জন্যে আপনাকে যা করতে হবে :

1. Open settings.

2. Click on privacy

3. Click on background apps

এবার যেসব apps বন্ধ করতে চান করে দিন।

screenshot of the trick :


(৩) Uninstall করুন যেসব Apps Exist ই করে না।

আপনার পিসির Control Panel Open করুন windows + R button press করে। এরপর control লিখে ok তে ক্লিক করলেই control panel open হয়ে যাবে।

এরপর uninstall programs এ click করে ঐসব apps uninstall করে দিন যেগুলোর প্রয়োজন নেই বা অস্তিত্বই নেই আপনার পিসিতে।

(৪) Clean Hard Drive Space :

আপনার পিসির Hard Disk এর Cache Clean করবেন এবং unnecessary Junk গুলোকে clean রাখবেন।

এর জন্যে যা যা করতে হবে :

1. Open Settings.

2. Click on System.

3. Click on Storage.

এখানে local disk এর নিচে temporary files রয়েছে এগুলোকে delete করে দিন।

এছাড়াও আরো একটি trick রয়েছে। আর সেটি হচ্ছে : আপনার পিসির Control Panel Open করুন windows + R button press করে। এরপর %temp% লিখে ok press করলেই আপনার পিসির সমস্ত temporary files দেখাবে।

এগুলোকে delete করে দিন।

screenshot of the trick :


(৫) Drive Defragmentation ব্যবহার করুন :

আপনার পিসির file explorer open করুন। এরপর যেকোনো drive এ ক্লিক করুন।

এরপর details এ ক্লিক করুন আর clean disk এ ক্লিক করে সকল cache delete করে দিন আর drive defragmentation run করার জন্যে C/D/E etc drive -> properties -> optimize -> select drive -> optimize এভাবে করে দিন। বাকী সব কাজ পিসি নিজে নিজেই করে নিবে।

(৬) এটা আমার ব্যবহার করা বেস্ট ট্রিক। এর জন্যে আপনাকে যা যা করতে হবে :

1. Open control panel

2. Click on Hardware and sound

3. Click on power options

4. Click on high performance

যদি আপনার laptop হয় তাহলে দ্রুত charge ফুরিয়ে যেতে পারে এর মাধ্যমে। কিন্তু পিসি হলে আপনার পিসির সম্পূর্ণ ব্যবহারটি আপনি করতে পারবেন এবং বিশেষ করে low end pc এর performance boost হবে must.

screenshot of the trick :-

আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে।
Till Then Stay With TrickBD
THIS IS 4HS4N
PEACE OUT….

One thought on "আপনার পিসির Perfomance Boost করুন কিছু Simple Steps এ! (Must Watch Low end pc users)"

  1. 6 num option, ami most of the time charger connected e use kori. ei khetre recommend koren?

Leave a Reply