Hello World!

কি অবস্থা সবার? আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।

এই পোস্টটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে Spotify এর Adfree Alternative হিসেবে Best Audio Player & Audio Streaming App ব্যবহার করবেন।

তাহলে চলুন এবার মূল পোস্টে যাওয়া যাক।

এর জন্যে আমাদের যা যা লাগবে :

(১) একটি PC

(২) একটি App যার নাম : nuclear
App Link : https://github.com/nukeop/nuclear

এটি একটি Open source App এবং খুবই Trusted একটি App। আমি নিজে ব্যবহার করে বলছি। এই App এর অনেক ভালো ভালো ফিচার আছে। কয়েকটার কথা উল্লেখ করছি :

(১) সবার আগে এই App এর Visualizer নিয়ে কথা বলবো কারন এটা আমার সবচেয়ে পছন্দের বিষয় লেগেছে।

এই App টিতে আপনি অসাধারন সব cool copl visualizer পাবেন যেগুলো আপনার গানের Bass, Beats ইত্যাদির উপর depend করে react করবে। আপনি নিজে try করে দেখলে বুঝতে পারবেন কতটা অসাধারন লাগে এটা।

(২) এরপর এর যে স্পেশাল ফিচারটা রয়েছে সেটা হচ্ছে এর Download করার ফিচার। হ্যাঁ, আপনি যত ইচ্ছা music download করতে পারবেন।

(৩) এটা আপনাকে ইন্সটল করতে হবে না। App download করে open করলেই open হয়ে যাবে।

(৪) এছাড়াও এখানে বিভিন্ন ধরনের plugin ব্যবহার করতে পারবেন আপনি।

(৫) অন্যান্য Music player যেমন spotify এর মতো সব ফিচারই রয়েছে। এছাড়াও extra বিভিন্ন ধরনের ফিচার রয়েছে।

(৬) এছাড়াও আপনি চাইলে আপনার favourite music এর list import/add করে নিতে পারবেন।

(৭) last queue item এ গান শেষ হওয়ার পর সেটা আবার loop করতে পারবেন।

(৮) seek forward settings customize করতে পারবেন।

(৯) ধরেন আপনি Random song play করতে ভালোবাসেন অনেকটা radio এর মতো। এখানে সেটারও customize করার option রয়েছে।

(১০) download directory পাল্টাতে পারবেন।

(১১) এছাড়াও আরো একটি স্পেশাল ফিচার হচ্ছে android এর মতো player বানিয়ে ফেলতে পারবেন mini player করে।

(১২) এছাড়াও আপনি spotify, YouTube এর মতো বিভিন্ন platform এর streaming link দিয়ে সেখান থেকে stream করতে পারবেন।

(১৩) এছাড়াও একসাথে যত ইচ্ছা ডাউনলোড এর সংখ্যা বাড়ানো সহ আরো অনেক ফিচার রয়েছে।

নিচে Screenshots দিয়ে দিচ্ছি দেখে নিবেন :

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের কোনো পোস্টে।

ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…

One thought on "নিয়ে নিন Best Ad free Spotify Alternative for PC!"

  1. NisanKhan Contributor says:
    স্পটিফাই ব্যাবহার করি সারা বছর, তাও আবার ফ্রি??

Leave a Reply