সালামু লাকু

ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও
ভালো আছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো একটি মাত্র কমান্ড দিয়ে অটো বন্ধ করুন
আপনার কম্পিউটর। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

ও হ্যাঁ চলছে রোজার মাস। সকল মুসলিম ভাই ও বোনেরা আপনারা সকলেই রোজা রাখবেন
আর বেশি বেশি ইবাদত করবেন। আমার জন্য দোয়া করবেন।

এটি কেনো প্রয়োজনঃ-

ধুরুন আপনি একটি ফাইল ডাউনলোড দিয়েছেন। ঐ ফাইলটা ডাউনলোড হতে সময় লাগবে ১
ঘন্টা। কিন্তু আপনাকে এখনি বাড়ির বাইরে কাজ করতে যেতে হবে। এখন কি করবেন?
হয়তো pc off করে যেতে হবে। নয়তো pc চালু রেখে যেতে হবে। এইতো? হয়তো মনে মনে
ভাবছেন যদি এমন কোনো উপাই থাকতো যে কাজ শেষ হবার পর pc auto off হয়ে যাবে।
তাহলে কতই না ভালো হতো। আবার ধরুন আপনি অনেক ক্ষন ধরে pc তে কাজ করছে এতে
আপনার ঘার ও পিঠ ব্যাথা হয়ে যায়। নানা সমস্যা। এর সমাধান আজকের এই পোষ্ট।

বিষয়ঃ একটি মাত্র কমান্ড দিয়ে অটো বন্ধ করুন আপনার কম্পিউটর

চলুন শুরু করিঃ-
প্রথমেই বলেনি এটি শুধুমাত্র windows কাজ হবে।
Image অনুযায়ী কাজ করুন→↓←

প্রথমে আপনার কম্পিউটর চালু করুন।১। প্রথমে কম্পিউটারের ডেস্কটপে কোথাও কার্সর রেখে ডান বাটন ক্লিক করুন।
২। এখন যে মেনুবার ওপেন হবে সেখান থেকে New লেখায় ক্লিক করুন।৩। এখন যে সাইটবার ওপেন হবে সেখান থেকে Shortcut এ ক্লিক করুন।

৪। সেখানে Type the location of the item এর নিচে বক্সের মধ্যে লিখুন
Shutdown স্পেস -s স্পেস -t স্পেস আপনি যত সময় পর কম্পিউটার বন্ধ করতে
চাচ্ছেন তা সেকেন্ডে হিসাব করে সেটি লিখুন। যেমন ১০ মিনিট পর কম্পিউটার
বন্ধ করতে চাইলে লিখতে হবে ৬০০। উদাহরণঃ Shutdown -s -t 600

৫। এখন Next বাটনে ক্লিক করুন।

৬। তারপর Finish বাটনে ক্লিক করুন।

৭। এখন লক্ষ্য করুন আপনার ডেস্কটপে একটি শর্টকার্ট ফাইল তৈরি হয়েছে। এই
শর্টকার্ট ফাইলের উপর যখন আপনি ডাবল ক্লিক করবেন, তখন থেকে ঠিক ১০ মিনিট পর
আপনার কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

৮। এই ফাইলের কাস্টম আইকন দিন। দেখতে সুন্দর লাগবে।

৯। এখানে যে আইকন দিতে চান তা google থেকে ico file ডাউনলোড করে নেন। যেমনঃ- poweroff.ico
ico file ছাড়া অন্য কোনো file কাজ করবেনা।

আজ এপর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। Like দিতে ভুলবেন না। যদি
কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই
থাকুন। অবশ্যই নামায পরতে ভুলবেন না।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

নাম: MD
Badhon
ফেসবুক: Click Here
ওয়েব সাইট: Click Here


ন্যবা

6 thoughts on "একটি মাত্র কমান্ড দিয়ে অটো বন্ধ করুন আপনার কম্পিউটর"

  1. Towfiq Contributor says:
    instant off kkorte chaile ki 600 ar jaygay 1 dibo?
    1. MD Badhon Author Post Creator says:
      আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলেন
  2. ভালো লিখেছেন। তবে Win+X একসাথে চাপ দেওয়ার পরে দুইবার U ক্লিক করলেও হয়।
    1. MD Badhon Author Post Creator says:
      জ্বি ধন্যবাদ
  3. Towfiq Contributor says:
    apni bolllen j 10 min por off korte chaile 600 dibo. tahle jodi ami just shortcut a click korlei off hbe ai tar jnno ki likhbo oi jaygay?
    1. MD Badhon Author Post Creator says:
      আচ্ছা এখন বুঝলাম যে আপনি এক ক্লিকেই পিসি বন্ধ করতে চাচ্ছেন এইতো। আচ্ছা আপনি ঐ 600 এর জায়গায় 0 করে দেন যেমনঃ Shutdown -s -t 0

Leave a Reply