আসসালামুয়ালাইকুম

আজকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস অথবা ‘Windows’ একটিভ করবেন? (অবশ্যই ফ্রি-তে)। এটি অফিস ২০১০ এর পরের যেকোনো ভার্সনেই ও Windows ১০ ও ১১-তে কাজ করবে। আমি দেখাবো ২০২১ ভার্সন দিয়ে।

নিচে ধাপ-সমূহ দেয়া হলো-

১। অবশ্যই এন্টি-ভাইরাস অফ করে নিবেন (এটি দিয়ে এক ক্লিকে-ই অফ করতে পারবেন)

২। ‘KMSTools‘ সফটও্যারটি ডাওনলোড করে নিন (এটি একটি পোর্টেবল সফটওার; মানে Install করা লাগেনা

৩। তারপর Extract করে রাইট ক্লিক করে ‘run as administrator’ দিয়ে ওপেন করুন।

৪। ‘KMSOffline’ সিলেক্ট করুন

৫। (একটু সময় নিবে) তারপর প্রোডাক্ট থেকে প্রয়োজন অনুযায়ী ‘Office’ অথবা ‘Windows’ সিলেক্ট করতে হবে

৬। ব্যাস! কয়েক মিনিট অপেক্ষা করলেই, একটিভ হয়ে যাবে।

৭। অফিসের একাউন্ট সেটিংস থেকে ‘disable update’ মানে আপডেত অফ করে রাখাই ভালো (optional)

৮। Windows এর আপডেট অফ করতে এ Tool ব্যবহার করা যেতে  পারে। (optional)

উল্লেখিত ‘KMSTools’ সফতও্যার টি দিয়ে আরোও বিভিন্ন-ভাবে ‘Office’ অথবা ‘Windows’ এক্টিভ করা যায়, সাথে Office key – ও রিমুভ করা যায়।

পুরো প্রসেস-এর ভিডিও লিঙ্ক দেয়া হলো (ডাওনলোড করে দেখতে হবে, মাত্র ৭ এমবি): https://upfiles.com/wU4J

 

কারো এই প্রসেস কাজ না করলে এটা ট্রাই করতে পারেন, সবচেয়ে সহজ প্রসেসঃ  https://trickbd.com/windows-pc/1617090

 

 

আমার টেলিগ্রাম চ্যানেলঃ t.me/raiyanmodspc

আজকের মতো এই পর্যন্ত-ই, আল্লাহ হাফেয

6 thoughts on "কিভাবে মাইক্রোসফট অফিস অথবা ‘Windows’ একটিভ করবেন? How to activate MS Office and Windows 10&11?"

  1. Abdur Rahman Contributor says:
    Accha, KMS ki asole virus inject kore? Ei bepare amar confusion ache.. Age use kortam. Kintu ekhon voy lage khub. Koyekbar amar data leak hoise.
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      রাশান সোর্স থেকে নেওয়া। আমার জানামতে, অরিজিনাল কেএমএস কোনো ধরনের ভাইরাস বহন করেনা।
  2. monjil49 Contributor says:
    ooo wow onek sundor hope ce
    assa vai apnar sate personal babe Kotha bolte cai kivabe bolbo
    plz reply den vai
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      টেলিগ্রাম গ্রুপঃ @raiyanmodsgroup
  3. Bita Paradox Contributor says:
    nowadays, Kmspico is risky for computer
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      রাশান সোর্স থেকে নেওয়া। আমার জানামতে, অরিজিনাল কেএমএস কোনো ধরনের ভাইরাস বহন করেনা

Leave a Reply