আসসালামুয়ালাইকুম
আজকে দেখাবো কিভাবে উইন্ডোজে ড্রাইভার ম্যানেজ করবেন। ড্রাইভারের কাজ হলো কম্পিউটারের হার্ডওয়ার এর সাথে সফটওয়ার এর সম্পর্ক স্থাপন করা। প্রয়োজনীয় ড্রাইবার না থাকলে অনেক সময়-ই বিভিন্ন সমস্যার তৈরি হয়; যেমন- সাউন্ড আসেনা, ক্যামেরা ক্লিয়ার না থাকা, ডিসপ্লের ব্রাইনেস না বাড়া, ইত্যাদি ইত্যাদি। তাই বর্তমানে কম্পিউটারের বড় একটা সমস্যা হলো এই ড্রাইভার ম্যনেজ করা। আবার নতুন করে উইন্ডোজ দিলেই আবার ড্রাইবার ইন্সটল দিতে হয়, যার সমাধান হলো ড্রাইবার ব্যাকাপ রাখা। ড্রাইবার নিয়ে সবগুলা কাজ করা যেমন আপডেট করা, ইন্সটল করা ও ব্যাকাপ রাখা একটা সফটওয়ার দিয়েই করা যায়, সেটা হলো ‘Driver Easy’
তো শুরু করা যাকঃ
১। ‘Driver Easy‘ ডাউনলোড করুন।
২। Extract করে ওপেন করার পরে ‘Scan Now’-তে ক্লিক করুন।
৩। স্ক্যান করার পরে ‘Update All’ তে ক্লিক করুন। কোনোটা ইন্সটল না থাকলেও, এখান থেকে ইন্সটল করা যাবে। তবে ইন্সটল কিছুটা মনে হয়েছে আমার।
৪। ব্যাকাপের জন্য ‘Tools’ এ ক্লিক করুন।
৫। সেখান থেকে ‘Driver backup’ ক্লিক করুন।
৬। সেখান থেকে সবগুলো সিলেক্ট করে দিন এবং ‘Back up’ এ ক্লিক করুন।
৭। ‘Back up’ ড্রাইভার লোকেশান হলোঃ C:\Users\Public\Documents\DriverEasy\MyDrivers ।
সেখান থেকে অন্য কোনো ড্রাইবে ব্যাকাপ রাখুন।
৮। এরপর প্রতিবার ড্রাইভার লাগলে বিশেষ করে উইন্ডোজ দেয়ার পরে এখান থেকেই আবার ইমপোর্ট করা যাবে। মানে আর ইন্টারনেট দিয়ে ইন্সটল করা লাগবেনা। ওই জিপ ফাইল-টা ইম্পোর্ট করলেই হবে।
৯। ‘Driver Restore’ এ ক্লিক করে ব্রাইজ এ ক্লিক করে যেখানে সেই ব্যকাপ করা জিপ ফাইল আছে সেটা সিলেক্ট করে ইন্সটল করা যাবে।
১০। আর অবশ্যই প্রতিবার ড্রাইভার ইন্সটল করার পর কম্পিউটার রিস্টার্ট দিত্রে হবে।
আমার টেলিগ্রাম চ্যানেলঃ
t.me/raiyanmodspc
আজকের মতো এই পর্যন্তই
গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, বাংলাদেশ চিরজীবি হোক
আল্লাহ হাফেয।
সার্চ করেন এটা লিখেঃ hp (আপনার ল্যাপটপ এর মডেল) Fingerprint driver download, তারপর ইন্সটল করে রিস্টার্ট করে দেখেন!