আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো Unsupported পিসিতে কিভাবে Windows 11 23H2 Supported করাবেন।
- প্রথমে Microsoft সাইট হতে Windows 11 23H2 ডাউনলোড করে নিন।
- Windows ডাউনলোড করা হয়ে গেলে নির্দিষ্ট একটি ড্রাইভে নিন এবং Mouse রাইট বাটনে ক্লিক করে Mount করে নিন।
- Mount করার পর যে ড্রাইভে উইন্ডোজটি নিয়েছেন সেই ড্রাইভের Address bar গিয়ে CMD লিখে Enter Press করুন। যেমন আমার E ড্রাইভ।
- এখন আপনার যেই ড্রাইভ হবে সেটা লিখে যেমন E: লিখে Enter Press করুন।
- তারপর dir লিখে Enter Press করুন।
- তারপর cd sources লিখে Enter Press করুন।
- তারপর setupprep.exe /product server কমান্ডটি লিখে Enter Press করুন।
- শেষ কমান্ডটি দেওয়ার পর নিচে দেখানো একটি Windows Server Setup আসবে। আপনি Nextক্লিক করুন।
- এখন Accept ক্লিক করুন।
- নিচে তিনটি ওপশন পাবেন আপনি উপরেরটা সিলেক্ট করে Next করুন।
- এখন পর্যায় ক্রমে পরের ধাপ গুলো আপনি নিজেই পারবেন আশা করি।
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
8 thoughts on "Unsupported পিসিতে কিভাবে Windows 11 23H2 Supported করাবেন। [Method 1]"