Be a Trainer! Share your knowledge.
Home » Operating system » নিজেই উইন্ডোজ লাইট ISO বানান, CleanOS11 | Make your own Windows 11 Lite using CleanOS11builder

নিজেই উইন্ডোজ লাইট ISO বানান, CleanOS11 | Make your own Windows 11 Lite using CleanOS11builder

আসসালামুয়ালাইকুম

আজকে দেখাবো কিভাবে সবচেয়ে সহজে উইন্ডোজের লাইট ভার্সন বানাবেন মানে যেভাবে আমি যেভাবে CleanOS বিল্ডগুলো করি (উইন্ডোজ ১১; প্রোফাইলে আছে)। 

আর হ্যা এটা তাদের জন্য যারা কম্পিউটার মোটামোটি হলেও বোঝেন।

 

 

 

OVERVIEW

💥 খুব বেশি দরকারীগুলো বাদে সব ব্লোটওয়ার (মানে উইন্ডোজের ডিফল্ট সফটওয়ার) রিমুভ হবে

💥  ট্র্যাকার রিমুভ করা হবে

💥 TPM, 4 GB RAM আর SECURE Boot বাদ যাবে

💥 ল্যাপটপ-ডেস্কটপ, নতুন-পুরাতন যেকোনো কম্পিউটা্রেই চলবে

💥Dot Net 3.5 এনাবল করার সুযোগ আছে (এটা বিজয় বায়ান্ন-সহ বিভিন্ন সফটওয়ারে লাগে)

💥 উইন্ডোজ আপডেত অফ আছে + এর ফলে ইন্সটলেশন সাইজ ও অনেক ছোটো হয়েছে

💥 হাই-কম্প্রেশন করা হয় যাতে ISO ফাইল সাইজ অনেক কম হয় (যদিও অনেক সময় লাগে পুরো প্রসেস এর জন্য)

💥 অভারল মোটামোটি অপ্টিমাইজড বিল্ড

 

 

 

 

 

Installation (& Recommendation)

• USB ড্রাইভে ISO বুট করতে Rufus সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন (অন্যান্য দিয়ে করলেও সমস্যা নেই)

•  বাংলাদেশে মাক্সিমাম কী-বোর্ড ই-এস টাইপের তাই শুরুতে কী-বোর্ড লে-আউট US সিলেক্ট করুন
•  পছন্দসই পার্টিশনে ক্লিন ইন্সটল দিন; মানে সেটাপের সময় ‘Custom Installation’ সিলেক্ট করুন

•  ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পরে, কম্পিউটার একবার রিস্টার্ট হবে

•  সেটাপের সময় অবশ্যই ইন্টারনেট লাগানোর দরকার নেই

• পেন ড্রাইভ বুট করার সময় ‘Disable Bitlocker Drive Encryption’ এনাবল রাখবেন। (এমনি Bitlocker অফ আছে বাট বেটার সেফটির জন্য RUFUS দিয়ে বুট করলে এটা টিক দিয়ে দিবেন)

 

 

আর পার্ফমেন্স পার্থক্য বা উদাহরন হিসেবে দেখা জন্য আমার এই বিল্ডটা দেখতে পারেন 

 

ভিডিও টিউটোরিল

ভিডিও টিউটোরিল (backup)

 

 

DOWNLOAD

CleanOS11_CoreBuilder by RAIYAN

 

 

 

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুনবয়কট অব্যাহত রাখুন,

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

1 week ago (Jul 09, 2024)

About Author (19)

Mohtasin_Nur_Raiyan
author

Passionate about Tech, Defending Internet freedom, Optimistic about the Rise of Muslim Influence, and Committed to Global Diplomacy & Defense for the Betterment of Earth.

Trickbd Official Telegram

One response to “নিজেই উইন্ডোজ লাইট ISO বানান, CleanOS11 | Make your own Windows 11 Lite using CleanOS11builder”

  1. TECH_PAGLA Contributor says:

    মেনুয়ালি করার সিস্টম দেন

Leave a Reply

Switch To Desktop Version