আসসালামু আলাইকুম । যারা
কম্পিউটার ব্যবহার করেন তারা
ফটোশপের নাম শুনেননি এমন মনে হয়
কেউ নেই ।

গ্রাফিক্স/ ডিজাইনে
প্রোফেশনাল কাজে ফটোশপ যেমন
ব্যবহার করা হয়, তেমনি নিজেদের
ছোটখাটো গ্রাফিক্সের
প্রয়োজনেও আমরা ফটোশপ ব্যবহার
করি সব সময় ।

আমরা কম্পিউটার
ব্যবহার করি যেনো কোন কাজ খুব
তারাতারি করতে পারি । তাই সব
প্রোগ্রামেই কিবোর্ড শর্টকাট

থাকে ।
যারা প্রোফেশনাল তারা সবসময়
শর্টকাট ব্যবহার করে থাকেন, তাই
তাদের কাজের গতি সবসময় বেশি
থাকে ।

ফটোশপের শর্টকাট আমরা
সবাই কম বেশি জানি এবং ব্যবহার
করি । আমি ইন্টারনেটে খুব সুন্দর
একটা ছবি পেয়েছি যেখানে
কম্পিউটারের কিবোর্ড লে –
আউটে সকল শর্টকাটের লিস্ট দেয়া
আছে ।

তাই সেটা আমি আপনাদের
সাথে শেয়ার করছি । ছবিটা
বোঝা না গেলে zoom করে দেখুন।।।

আশা করি ফটোশপের এই কিবোর্ড
শর্টকাট লে -আউটটি আপনাদের

সকলের অনেক কাজে লাগবে ।
আমার পোস্টটি ভালো লাগলে
কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার
করতে পারেন । ভালো থাকুন , সুস্থ
থাকুন ।

ভাইয়া এরকম আরো শতশত নতুন নতুন টিপস পেতে দয়া করে আমার সাইট এ আসেন >> PostMaza.Com <<

2 thoughts on "ফটোশপের গুরুত্তপূর্ণ একটি বিষয় : কিবোর্ড শর্টকাট"

Leave a Reply