আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা বিভিন্ন সময় অনেক সমস্যায় পড়ে থাকি, তার মধ্যে ফাইল কপি না হওয়াটা অন্যতম !
কপি ও পেস্ট যদি কাজ না করে, তবে (CTRL+ALT+DEL)প্রেস করে টাস্ক ম্যানেজার চালু করুন।এখন এখান থেকে PROCESS tab এ ক্লিক করে EXPLORER.EXE খুঁজে নিয়ে তাতে মাউসের ডান বাটন ক্লিক করুন।End Process Tree এ ক্লিক করে বন্ধ করে দিন। EXPLORER Process ব্ন্ধ হয়ে যাবে।এবার টাস্ক ম্যানেজার এর ফাইল থেকে নিউ টাস্ক(run)এ গিয়ে EXPLORER.EXE লিখে OK করুন। EXPLORER আবার নতুন করে চালু হবে।এইবার (windows key+E) চাপুন।এবার আপনার পিসির যেকোন ফাইল কপি করুন(CTRL+C)দিয়ে আর পেষ্ট করুন (CTRL+V)দিয়ে, দেখুন কোন কাজ হয় কিনা।অনেকেই ফাইল দ্রুত কপি করার জন্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকে,মনে রাখবেন এই সফটওয়্যার এর বিভিন্ন ত্রুটির কারণে এ ধরনের এমন সমস্যা হতে পারে।ফাইল কপি না হলে আগে সেটি UNINSTALL করে নিন।স্বাভাবিকভাবে ফাইল কপি হয়ে যাবে।