সবাই কেমন আছেন?

আশা করি আপনারা সকলে ভালো আছেন।
আমার নাম রিহান দাশ রাজু
আমি ক্লাস নাইনে পড়ি।
আমি অনেকদিন থেকে ভাবছি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আপনাদের মাঝে সব পার্ট তুলে ধরব।
এতে আপনারা অনেকেই উপকৃত হবেন।
মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ অনেক অভিজ্ঞ শিক্ষরেরা অনেক চার্জে শিখাচ্ছেন।
এমনকি আমি নিজেও ৩৩০০ টাকা দিয়ে শিখেছি আমাদের এখানে।
৩ মাসের কোর্স নিয়ে।
আমি ৩১ দিনেই কোর্স শেষ করতে সফল হয়েছিলাম।
আমি খুব দ্রুতই শিখে ফেলেছিলাম।
এবং এবার আমি আপনাদের বিনা চার্জে শিখাচ্ছি।
আমি হয়তো অভিজ্ঞ শিক্ষকদের মত শিখাতে পারব না,
কিন্তু আমি যথাসাদ্য চেষ্টা করব আপনাদের ভালো ভাবে শিখানোর।
আমার জন্য দোয়া আশির্বাদ করবেন এবং আমার মুসলাম ভাইয়েরা দোয়া করবেন
যাতে আমি ভালোভাবে আপনাদের শিখাতে পারি।
আপনি আমার পোষ্ট যদি ভালোভাবে বুঝেন এবং মনোযোগ সহকারে পড়েন তো,
আমি ১০০% গ্যারান্টি দিতে পারি যে আপনি ভালো করতে পারবেন।

আমার সাথে থাকলে আপনি Microsoft Office Word 2007, Excel, Power point, Access, Operating, Internet শিখতে পারবেন।

এবং যদি আপনারা চান আপনাদের ফোনে আমি পরিক্ষা নিতেও রাজি।

আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

পর্ব- ০১

আমাদের এই কাজটি করতে হলে আগে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডাওনলোড করতে হবে।

আপনাদের ডাওনলোড লিঙ্ক লাগলে কমেন্ট করবেন, ওখানে দিয়ে দিব।

Starting Microsoft Office Word 2007

ধরে নেয়া হচ্ছে আপনি মনিটরের Desktop অথবা Laptop-এ অবস্থান করছেন।

Screen of Desktop


.

প্রথম পদ্ধতিঃ-

Start এ Click করে Program/All Program এ আসুন। Program/All Program থেকে
Microsoft Office > Microsoft Office Word 2007 এর Icon এ ক্লিক করুন।
Microsoft Office Word 2007 Open হবে।

দ্বিতীয় পদ্ধতিঃ-

আপনার Desktop এ যদি সরাসরি Microsoft Office Word 2007 এর Icon টি
থাকে তাহলে তাতে Click করুন অথবা Select করে Enter Press করুন।

তৃতীয় পদ্ধতিঃ-

Button এ Click করে Search Box এ লিখুন
Microsoft Office Word 2007

এবার Microsoft Office Word 2007 লেখাতে Click করুন।

আজ আমরা এতটুকুই শিখব।
আগামিতে আমরা শিখব কিভাবে File Save করতে হয় তা শিখব।

ভুল হলে ক্ষমা করবেন।

না বুঝলে কমেন্ট করবেন অথবা আমি ফেসবুকে নিহাল রায়
নাহয়

    আমাকে মেইল করেন

N[email protected]

আপনাদের সুবিধার্থের জন্য আমার নাম্বার সবসময় খোলা 01760769283…


Raju Training logo

11 thoughts on "আসুন আমরা সকলে মাইক্রোসফট ওয়ার্ড শিখি। পার্ট-০১"

  1. জামিল Author says:
    Next part koi…..
  2. Rihan Author Post Creator says:
    অপেক্ষা করো ভাই।
    দেব কাল। 🙂
  3. psychology Contributor says:
    সুন্দর। তুমি চালিয়ে যাও। পাশে আছি।
  4. Mafuzcomputer Contributor says:
    Vai amio sikte ci amio class 9 a pori apnar kno problem hole amk janate paren
    1. Raju Author Post Creator says:
      ধন্যবাদ Mafuzcomputer বলার জন্য। আমি নিজেই পারব।
  5. hd.golap Contributor says:
    nice….valo post..
  6. Raju Author Post Creator says:
    ধন্যবাদ hd.golap
  7. Md Khalid Author says:
    good post, training BTEB er tai kora valo, 6 month er
    1. Raju Author Post Creator says:
      Ami Shikhechi amader Elakay.
  8. ডাউনলোড লিংকটা দেন

Leave a Reply