কেমন আছেন?
কি করছেন?
আশা করি ভালো আছেন।
আজ আমরা শিখব কিভাবে কম্পিউটারের স্পীড বাড়ানো যায়।
আমরা অনেকেই কম্পিউটার ব্যাবহার করি, এবং অনেকের বাসায় কম্পিউটার রয়েছে।
অনেকের কম্পিউটার্ নতুন আবার অনেকের কম্পিউটার পুরাতন।
তা যারা নতুন পিসি কিনেছেন তাদের কম্পিউটার অনেক ফাস্ট কাজ করে, তাই না?
আমি নিজেও এটা উপলব্দি করি।
কিন্তু কয়েকদিন পর দেখা যায় কম্পিউটার আসতে আসতে ধীর গতিতে চলছে।
তো আমরা অনেকেই বিরক্ত হই।
চিন্তা করার কোনো কারণ নেই,
আমি আজ শিখাবো কিভাবে কম্পিউটারের স্পীড আগের মত করা যায়।
চলুন শুরু করা যাকঃ-
এ যান।
তারপর Search Box এ লিখুন troubleshooter.
এখন Troubleshooting এ ক্লিক করুন।
এবার System & Security তে Click করুন।
Performance এ ক্লিক করুন।
Next এ।
Loading হবে।
Done!
কাজ শেষ।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন বা আমার সাথে যোগাযো করুন।
2 thoughts on "আজ আমরা শিখব কিভাবে কম্পিউটারের স্পীড বাড়ানো যায়।"