বিশ্বের সর্বপ্রথম লিকুইড কুল
ল্যাপটপ বাজারে আনার ঘোষণা
দিয়েছে তাইওয়ানের টেক
জায়ান্ট আসুস। এতদিন কুলিং
ফ্যানের মাধ্যমে ঠাণ্ডা রাখা
হত ল্যাপটপ এবার সেই পাখার
স্থান দখল করছে পানি! পানি
ঠাণ্ডা হলেই ঠাণ্ডা থাকবে
আপনার সাধের ল্যাপটপটি।
.
প্রস্তুতকারক সংস্থার মতে, এই নতুন
প্রযুক্তির ROG GX700 মডেলের
ল্যাপটপটি যেহেতু গেমিং
ল্যাপটপের একটি অংশ তাই
হাইড্রো ওভারক্লকিং সিস্টেমও
যুক্ত করা হয়েছে এতে। এই
সিস্টেম ল্যাপটপ থেকে বের
হওয়া প্রায় ৫০০ ওয়াট অবধি গরম
সহ্য করে নেবে।
.
১৭.৩ ইঞ্চি ফোর কে আল্ট্রা
এইচডি স্ক্রীণের ল্যাপটপটিতে
থাকছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের
স্কাইলেক কোর আই
সেভেন-৬৮২০এইচকে প্রসেসর।



★★থাকছে ডিডিআর ৪ এর ১৬ জিবি
র্যাম যা ৬৪ জিবি পর্যন্ত
বাড়ানো যাবে।
.
★★ গ্রাফিক্সের
জন্য নির্মাতা সংস্থা
এনভিডিয়া জিইফোর্স
জিটিএক্স ৯৮০ গ্রাফিক্স
প্রসেসিং ইউনিট (জিপিইউ) সহ
৮ জিবির জিডিডিআর ৫
ভিআরএএমআই।



এমন ল্যাপটপের দাম একটু বেশি
হওয়াটাই স্বাভাবিক।
বাংলাদেশী টাকায় তাই এর
মূল্য চার লক্ষ ৮৪ হাজার ১৮৮
টাকা।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦…(ফেসবুকে আমি)..♦…♦.r

Leave a Reply