বিনামূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং
সিস্টেম আপগ্রেডের সময়সীমা পার
হয়ে গেছে ২৯ জুলাই। কিন্তু এখনো
যে কেউ চাইলে বিনামূল্যে
মাইক্রোসফটের এই অপারেটিং
সিস্টেম আপগ্রেড করে নিতে
পারবেন।

যারা পূর্ববর্তী উইন্ডোজের
‘অ্যাসিস্টিভ টেকনোলজি’ ব্যবহার
করেন তাদের জন্য বিনামূল্যে
উইন্ডোজ ১০ আপগ্রেডের
সময়সীমা বাড়ানো হয়েছে বলে
জানিয়েছে মাইক্রোসফট। বিশেষ
ব্যবহারকারীদের জন্য চালু করা
হলেও এই অফার যে কেউ উপভোগ

করতে পারবেন বলেও জানিয়েছে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট
প্রতিষ্ঠানটি।

এনডিটির প্রতিবেদনে প্রকাশ,
সাধারণ ব্যবহারকারীদের জন্য
উইন্ডোজ ১০ বিনামূল্যে
আপগ্রেডের সময়সীমা গত সপ্তাহে
শেষ হয়েছে। কিন্তু কেউ যদি
উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১
ব্যবহার করেন তবে
মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে
৬ মেগাবাইট আকারের সাধারণ
সেটআপ ফাইল ডাউনলোড করতে
পারবেন। আর তা ডাউনলোড হলে
স্বয়ংক্রিয়ভাবেই ইনস্টল হয়ে
যাবে।

সূত্রের খবরে আরও প্রকাশ,
মাইক্রোসফটের আগের
সংস্করণগুলোর উইন্ডোজে

কোনো ব্যবহারকারী ‘অ্যাসিস্টিভ
টেকনোলজি’ ব্যবহার করতেন কিনা
তা জানতে ওই সংস্করণগুলোতে
প্রবেশ করতে হবে। কিন্তু প্রবেশের
জন্য কোনো নির্দিষ্ট পথ নেই।
আর তাই যে কেউ অপারেটিং
সিস্টেমটি বিনামূল্যে আপগ্রেড
করে নিতে পারবেন।

11 thoughts on "এখনো বিনামূল্যে আপগ্রেড করা যাবে Windows 10"

  1. IT Expert Legend Author says:
    Hmm.. But free te upgrade kora theke clean install deoa onek better
    1. Saimum Contributor says:
      আমি আমার ল্যাপটপকে windows 8.1pro থেকে windows 10 করব কিভাবে?
    2. IT Expert Legend Author says:
      First download an iso from adguard/teamos then make it bootable (pen drive/dvd)
  2. Ex Limon Contributor Post Creator says:
    oh hm setao tik
  3. Absolute Rakibul Contributor says:
    bazar e 40 takai disk paoa jai
    seta onek valo ar iccha moto onekbar deoya jay
  4. IHSapon Contributor says:
    admin vai amr post gula daken…………?
  5. Ex Limon Contributor Post Creator says:
    hm but sobar kase to ar disk nai.. amader bazare just amar friend ar kase ase . but pc room 50 ta moto
  6. ojhorbrishty Contributor says:
    Ami Pendrive Boot kore Setup dichi & Activator Crack download kore WINDOWS-10 active kore nichi….
    1. IT Expert Legend Author says:
      Ar ami nijer script die activator chara lifetime er jonno windows 10 RTM 14393(latest) active korechi.
    2. uzzalsharma Author says:
      vai ki soft dia boot korcen
  7. ojhorbrishty Contributor says:
    ZOTAC WinUSB Maker v1.1 এই bootable software দিয়া…

Leave a Reply