কম্পিউটার বা ল্যাপটপে ২ ভাবে স্ক্রিনশট নেয়া যায়।

১। কি-বোর্ড দিয়ে । এতে বহু ঝামেলা। যেমন- পুরো স্ক্রিন এর ছবি আসে, অনেক গুলো  তুললে  তা আবার কেটে ছোট করা টা ঝামেলা। আমার লাগবে এক অংশ কিন্তু ওঠে পুরো পেজ। তবে মাঝে মাঝে লাগে।

২। ব্রাউজারের মাধ্যমে মাউস দিয়ে। এর অনেক সুবিধা। ইচ্ছামত পেজের এক অংশ শট নেয়া যায়, আবার পুরো অংশও নেয়া যায়। এদের নাম গুগল ক্রমে “এক্সটেনশন – Extension”, আর ফায়ারফক্সে “এডঅনস – Adones  ”  এই ধরণের Extension আর অনেক আছে , কিন্তু আমি কয়েকটা ব্যাবহার করে ভালো পেয়েছি এটাই, নিমবাস এক্সটেনশোহেতে চাইলে ভিডিও ও রেকর্ড করে টিউটোরিয়াল বানানো যায়, কিভাবে তা আজ বলার প্রয়োজন মনে করছিনা, আরেকদিন বলবো। খিচুড়ি বানিইয়ে লাভ কি?!!!

একে ২ ভাবে ব্রাউজারে ইন্সটল করা যায়…। ১- ডাইনলোড করে, এটাই ভালো, .২- ব্রাঊজার সেটিং থেকে।  ডাউনলোড ি ভালো (৫ মেগা)

কিভাবে এসব করা যায় তা আপনাদের সুবিধার্থে ভিডিও তে দিয়েছি-  ভিডিও টি দেখতেঃ

 ——-  [[এই লিংকে  ক্লিক করুন – Click This Link]]  ———

ইউটিউব লিঙ্ক দিলাম না যাতে আপনাদের এম,বি কম খরচ হয়।

 

ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। কোন প্রশ্ন থাকলে কমেন্টে বলুন। কোন কমেন্ট বা প্রশ্ন করে সবর করুন। একটু দেরিতে হইলেও আলহামদুলিল্লাহ আমি সব কমেন্টের উত্তর দিয়ে থাকি।

2 thoughts on "নিয়ে নিন পিসির জন্য একটি অসাধারণ স্ক্রীনশট এক্সটেনশন – (স্ক্রিনশট বা ভিডিও ২ টাই হবে)"

  1. shaadhin Contributor says:
    লিঙ্ক ইজ নট ওয়ার্কিং ??
  2. Liton81 Contributor says:
    পাগোল কোথাকার

Leave a Reply