আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে
থাকেন তাহলে আপনার পিসি
যেকোন সময় ভাইরাস দ্বারা আক্রান্ত
হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যখন
ইন্টারনেট ব্রাউজ করি তখন কিছু ডাটা
পিসিতে ডাউনলোড হয় আবার কিছু
ডাটা পিসি থেকে আপলোড হয়।
ডাউনলোডের মধ্যে যেমন থাকতে
পারে ভিবিন্ন ক্ষতিকারক ওয়ার্ম
তেমন আপলোডের মধ্যে থাকতে
পারে আপনার-আমার গুরুত্বপূর্ণ ডাটা।
তাই আমাদের সবসময় একটি ভাল Firewall
দরকার। ফায়ারওয়াল এমন একটি Security
Software যা সবসময় পিসিতে কি
ডাউনলোড হচ্ছে বা পিসি থেকে কি
আপলোড হচ্ছে তা মনিটর করে। আর এ

সময় এটি ক্ষতিকারক বা সন্দেহ জনক
কিছু ফেলে তা ইউজারকে সতর্ক করে
দেয়, ইউজারের নিদের্শনা চায়। যদিও
আমরা এন্টিভাইরাস ব্যবহার করি।
কিন্তু এন্টিভাইরাস সবসময় এসব
ক্ষতিকারক কীটগুলোর জন্য যতেষ্ট নয়।
তাই আপনার পূর্ণ সিকিউরিটি’র জন্য
আপনাকে একটি ভাল ফায়ারওয়াল
ব্যবহার করতে হবে। নেটওয়ার্কিং এর
ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।

Zone Alarm firewall:

এটি খুবই জনপ্রিয় এবং বিশ্বব্যাপি ব্যবহৃত
firewall software । এটি বিভিন্ন ধরনের হ্যাকারদের
ব্লক করতে সক্ষম
এবং নানাবিধ ভাইরাস, spyware কে
মূল্যবান ডাটা চুরি করতে বা প্রেরণ
করতে বাধা দিতে পারে। এটি সব
ধরনের এন্টিভাইরাসের সাথে কাজও
করতে পারে। এই সফটওয়ারটি আমি
ব্যবহার করি এবং আমার ভাল

লেগেছে। এটি অনলাইন ইন্সটলার।
ইন্সটল করার সময় নেট কানেকশান
লাগে। কিন্তু অল্পসময়ে ইন্সটল হয়ে
যায়। অফলাইন ইনস্টলারও আছে। তবে
অনলাইন ইন্সটলারটিই সবচেয়ে
নিরাপদ। ইন্সটল করার পর কিছু সেটিংস
করে নিতে হবে।

DOWNLOED: Click here

Trickbd wid me:– Hoque Mohammad Akash

One thought on "পিসিতে নেটের সাথে কানেক্ট করার পরই ডাটা গিলে নেয়ার রাক্ষুসে অপপ্রয়াসকে নিয়ে আসুন নিজের নিয়ন্ত্রণে!"

Leave a Reply