আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহ তালার রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের একটা Exciting পদ্ধতি শেখাবো। সেটা হল কিভাবে খুব সহজেই কোনো ISO ফাইল ছাড়াই পেনড্রাইভ বুটেবুল করবেন। এটা হয়ত অনেকেই জানেন, আবার হয়ত অনেকেই জানেননা যারা জানেননা তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করা যাক।

thumbline

পেনড্রাইভ বুটেবুল করার সুবিধা হল আমরা যে পেনড্রাইভ বুটেবুল করব সেটা দিয়ে পিসিতে Windows দিতে পারব। কোনো Windows CD লাগবেনা Windows দেয়ার সময়। এতে করে আমাদের অনেকেরই যাদের পিসিতে CD Drive নেই তারা সহজেই পেনড্রাইভ দিয়েই Windows দিতে পারব। আর পেনড্রাইভ দিয়ে Windows দিতেও CD থেকে দেয়ার চাইতে কম সময় লাগে। এতে পেনড্রাইভ এর কোনো ক্ষতি হবেনা। Windows দেয়ার পর পেনড্রাইভ ফর্মাট করলে আবার যেকোন কাজে ব্যবহার করা যাবে। আবার পরে Windows দিতে চাইলে আবার বুটেবুল করা লাগবে। আর আজকে আমি পেনড্রাইব বুটেবুল করার এমন একটা পদ্ধতি শেখাবো যে পদ্ধতিতে কোনো ISO ফাইল ছাড়াই Pendrive bootable করা যায়। এতে করে যাদের ইন্টারনেট লিমিটেট তাদের একটু সুবিধা হবে। আর কষ্ট করে ৩-৪ জিবি mb খরচ করে ISO ডাউনলোড করা লাগবেনা। আপনারা সরাসরি Windows7/8/8.1/10 যেকোন windows এর CD Disk থেকেই pendrive bootable করতে পারবেন। এর জন্য আপনার নিজের বা CD drive আছে এমন একটা বন্ধুর পিসি লাগবে। প্রথমে এখান থেকে বুটেবুল করা জন্য “windowstousblite” Software টি ডাউনলোড করে নিন। এবার যে Windows এর জন্য Bootable Pendrive বানাতে চান সেটা CD Drive এ insert এবং Pendrive (কমপক্ষে ৮ জিবি হতে হবে) Insert করুন। এবার windowstousblite open করে অই Drive টি দেখিয়ে দিয়ে Start করতে হবে। তাহলেই আপনার কাজ শেষ।

screenshot
যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

How to make Bootable USB Pendrive for Windows 7/8/8.1/10 without ISO file!! The BEST way!!

 
https://www.youtube.com/watch?v=FmY_tGyb2nA
এবার আরামসে Pendrive দিয়েই Windows দিন। টিউনটি ভাল লাগলে অবশ্যই আমার চ্যনেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং প্রিয়তে রাখবেন। আর যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্টে লিখবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন।

ট্রিকবিডিতে আমার অন্যান্য টিউন দেখতে এখানে ক্লিক করুন।

16 thoughts on "খুব সহজেই Pendrive Bootable করুন কোন ISO ফাইল ছাড়াই, আর Pendrive দিয়েই পিসিতে যেকোন Windows দিন। Must See! (ভিডিও টিউটোরিয়াল)"

  1. Avatar photo Rx Salman Contributor says:
    রানা ভাই আমি আর ৪-৫ দিন আগে টিউনার রিকুয়েস্ট দিসি প্লিজ রানা ভাই আমাকে টিউনার বানান।।।
    ৩-৪টা পোস্টও করসি কিন্তু পাবলিস করেন নি
  2. Avatar photo Rx Salman Contributor says:
    রানা ভাই আমি আরও ৪-৫ দিন আগে টিউনার রিকুয়েস্ট দিসি প্লিজ রানা ভাই আমাকে টিউনার বানান।।।
    ৩-৪টা পোস্টও করসি কিন্তু পাবলিস করেন নি।।
  3. Avatar photo Reja BD Author says:
    সুন্দর পোস্ট ।।
    1. আশিক রেজা Author Post Creator says:
      ধন্যবাদ
  4. Avatar photo Sagor Mahmud Shahid Contributor says:
    Vai, ai tar akta video tutorial dile valo photo……..
    1. আশিক রেজা Author Post Creator says:
      ভাই ভিডিও দিয়েছিতো। পোস্টের নিচে দেখেন।
    1. আশিক রেজা Author Post Creator says:
      ধন্যবাদ।
  5. rezuant Contributor says:
    win7 to boothebol hoyna
    1. আশিক রেজা Author Post Creator says:
      must hbe. abr try kren. hoito windows er ptblm. onno windows try kren
  6. Avatar photo Saimum Contributor says:
    windows 8.1 e hobe?
  7. Avatar photo Saimum Contributor says:
    রেজা/রানা/নাসির ভাইয়ের ফেইসবুক আইডির লিংক থাকলে দেন প্লিজ
  8. Avatar photo Saimum Contributor says:
    ভাই এইটা ত rar ফাইল
  9. Avatar photo Liton81 Contributor says:
    CD তে ক্লিক দেয়ার সাথে সাথে সিডি অপেন হয় ওকে করার কোন অপশন নেই
  10. mahmud70 Contributor says:
    Vai rar file ta open korte password chai, password ta kindly dile valo hoy

Leave a Reply