হ্যালো ট্রিকবিডি পাঠকবৃন্দ চলে এলাম।।।
ভাইরাস আক্রমণের ফলে কম্পিউটারের ক্ষতি সমূহ
=========================
বিশ্বের বিভিন্ন স্থান হতে প্রতিনিয়ত যেসব নতুন ভাইরাস সৃষ্টি করা হচ্ছে তাদের আক্রমণের কৌশল ও ধারা এক নয় । এক একটি ভাইরাস এক এক ধরণের ক্ষতি করে থাকে ।অনেক ক্ষেত্রে ক্ষতির পরমাণ এত বেশ হয় যে তা কোন ভাবেই পরিমাপ করা যায় না ।নিচে ভাইরাস আক্রমণের ফলে কম্পিউটারের কিছু ক্ষতি উল্লেখ করা হলো
১.কম্পিউটারের হাডওয়্যার নষ্ট হয়ে যেতে পারে।
২. হাডডিস্কের সকল ডেটা মুছে যেতে পারে।যেমন অনেক সময় হাড ডিস্কের পাটিশান নষ্ট করে ফেলে ফলে সকল ডেটা হারিয়ে যায়।
৩.হাড ডিস্কে bad sectors দেখাতে পারে।
৪.exe ফাইলের আকারের পরিবর্তন হতে পারে ।
৫. ফাইল, তারিখ ও সময়ের অপ্রত্যাশত পরিবতন ঘটাতে পারে।
৭. হঠাৎ করে error message দেখাতে পারে।
৮.কোন প্রোগ্রাম স্বাভাবিক লোডের সময়ের চেয়ে বেশি সময় নিতে পারে।
৯.ডিস্ক ভলিয়মের নামের পরিবর্তন হতে পারে।
ধন্যবাদ।
Thank you everybody.