আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই?? আশা করি ভালই আছেন।

আর আপনাদের জন্য নিয়ে এসেছি একঝাক টিউন আস্তে আস্তে সবগুলোই শেয়ার করব। তবে আজকের এই টিউনটি আপনাদের কাছে খুবই বিনোদন মুলক টিউন। তো শুরু করা যাক।

অনেকেই পিসির সামনে বসে কি করবেন তা বুঝছেন না। তাই আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমার এই টিউন।

যা হোক সরাসরি মেইন কথায় চলে আসি।
উইন্ডোজের কিছু সফটওয়্যার বাগ আছে যা নিয়ে মাইক্রোসফট নিজেই বিষ্মিত। সেরকমই দুটি জিনিস আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আর মজা নিন-

১) আপনি আপনার উইন্ডোজের কোন ফোল্ডার এর নাম CON লিখে সেভ করতে পারবেন না। একজন ভারতীয় মানুষ এটি আবিষ্কার করেন। এছাড়াও CON, AUX, COM1, COM2, COM3, COM4, LPT1, LPT2, LPT3,PRN, NUL ইত্যাদি নামগুলো ব্যবহার করেও আপনি উইন্ডোজে কোন ফোল্ডার তৈরি করতে পারবেন না।

কি অদ্ভুদ লেগেছে??? এখনই আপনার পিসিটা নিয়ে পয়েন্ট মত চেক করে দেখুন কাজ করে কিনা। হয়ত আপনারা বিনোদন পাননী,ঠিক আছে চলুন দ্বিতীয়টা দেখি,

২) মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে টাইপ করুন =rand(200,99) ও এন্টার চাপুন। দেখুন মজা।এটি আবিস্কার করেন ব্রাজিলিয়ান নাগরিক এটি Microsoft এর কাছেও বিষ্ময়কর ব্যাপার এমনকি বিল গেটসও এর উত্তর দিতে পারেনি।

TRICKDONBD

দুটোর সাথে এটা বোনাস হিসেবে থাকলো——- গুগল জাদুঃ-

গুগল ওপেন করুন এবং google gravity লিখে
সার্চ দিন। যে প্রথম লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখুন মজা। এবার মাউস দিয়ে টুকরা গুলো তোলার চেষ্টা করুন।

আজ এখানেই শেষ করছি। হয়ত এমন অনেকেই আছেন যারা ভাবছেন ধুর এটা কেমন টিউন এতে বিনোদন কোথায়??? তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে, ভাইজান একটু বিনোদন পাওয়ার মত করে ভাবুন অবশ্যই বিনোদন পাবেন।

আজ আর নয়,পরে আবার কোন মজার বা অন্য টিউন নিয়ে অবশ্যই হাজির হবো।

15 thoughts on "আসুন কয়েকটা মজার জিনিস শিখুন, অন্যদেরকে শেখার আর আপনি একটু বিনোদন নিন । (মোবাইল +কম্পিউটার) উভয়ের জন্য ।"

  1. Seamex Author Post Creator says:
    tnx
  2. Md Khalid Author says:
    microsoft word trick a 1000 Line, 178200 words hoyeche ! awes0me
  3. shahid6400 Contributor says:
    admin….opera mini java 7.1.jar download link ta dita parben plz…
  4. sabbir Contributor says:
    .opera mini 7.1.jar লিখে গুগলে সার্চ দিন।
  5. Pothik Good 2 Contributor says:
    আপনি পোষ্টে বললেন মোবাইল+কম্পিউটার উভয়ের জন্য কিন্তু ভিতরে মোবাইলের বালাই খুজে পেলাম না ৷ মানুষকে ইম্প্রেজ করার জন্য যা করার তাই করেন আপনারা ৷
    1. Seamex Author Post Creator says:
      mmm
  6. don902 Contributor says:
    bahi.. Google a r magic ta Ami onak ahgay…post kor celam but as khono pending?
    1. Seamex Author Post Creator says:
      ohh sorry
    2. don902 Contributor says:
      na bahi..ta thik ahsay aem nay bollam raki
  7. sajib Contributor says:
    কেউ পারলে জানাবেন,আমার নোটবুক থেকে পোগ্রাম ফাইলের কিছু অংশ ডিলিট হইয়ে যাওয়াতে সফটওয়্যার এবং ইউন্ডোজ ইনস্টল হচ্ছেনা, কেউ পারলে জানাবেন।।।

Leave a Reply