আসসালামু ওয়ালাইকুম।
কেমন আছেন প্রিয়ো বন্ধুরা?
ভালোয় থাকার কথা।আমি ও ভালোই আছি।


নিজের ব্যক্তিগত কম্পিউটারটি অনেক সময় অন্য কারও ব্যবহার করার প্রয়োজন হয়। এমন সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন : কম্পিউটারে হয়তো আপনার ব্যক্তিগত কিছু আছে, যা অন্য কাউকে দেখতে দিতে চান না। আর এ সমস্যার সমাধান হিসেবে আপনি চাইলে আপনার হার্ডডিস্ক ড্রাইভগুলোকে লুকিয়ে বা স্থগিত করে রাখতে পারেন, যাতে অন্য কেউ ড্রাইভগুলো দেখতে বা প্রবেশ করতে না পারে।
কাজটি যেভাবে করবেন:

-Start Menu > Run> এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন

-group Policy নামে একটি Windoআসবে

-User configuration > Administrative Templates > Windows Components>Windows Explorer Commend দিন

-ডানপাশে অনেকগুলো Options দেখা যাবে

-ড্রাইভগুলো লুকানোর জন্য ‘Hide these specified drives in ¸ Computer’ এ ডাবল ক্লিক করুন

-নতুন একটি Windo িআসবে সেখানে Enable নির্বাচন করুন

-নিচে একটি ড্রপ ডাউন মেনু দেখা যাবে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে কোনো একটি অথবা সব ড্রাইভ ঐরফব করার জন্য Restrict all drives নির্বাচন করে Apply > ok করুন

-এবার গু Computer খুলে দেখুন ড্রাইভগুলো কোথায় যেন চলে গেছে

-একই নিয়মে ড্রাইভগুলোকে স্থগিত করে রাখতে পারেন
এর জন্য ‘Prevent access to drives from ¸ Computer’ এ ডাবল ক্লিক করে উপরোক্ত ৬ এবং ৭ নং নিয়ম অনুযায়ী কাজটি করে নিতে পারেন

-আগের সেটিংয়ে ফিরে যেতে ৬ নং Option এ থাকা অবস্থায় Not Configured করে দিতে হবে।

সবাইকে ধন্যবাদ । সুস্থ্য থাকুন এবং সব সময়
ট্রিকবিডি এর সাথেই থাকুন….

4 thoughts on "লুকিয়ে ফেলুন আপনার পিসির হার্ডডিস্ক, লোকো চক্ষুর আড়ালে।"

  1. don902 Contributor says:
    Bahi apni lukita sa..r Ami toe khujay pai na ki kormu
  2. don902 Contributor says:
    Bahi Ami windows setup ditay pasta ce: no drive found lekha thakay jokon window copy hoiay c drive a jabay
  3. EjroxBD Contributor says:
    robi free net den…!
  4. Mh Emon Contributor says:
    প্রিয় রানা ভাইয়া,,,
    আমার দেওয়া পোষ্ট টা যদি উপকারি হয়ে থাকে এবং কপি করা না হয় তা হলে পোষ্টটি সবাইকে দেখার সুযোগ করে দিয়ে,, এবং আমাকে নতুন কিছু করার সুযোগ দিয়ে বাধিত করবেন……

Leave a Reply