কেমন আছেন সবাই?
আজকের টিউটোরিয়ালে দেখাব কিভাবে ফটোগ্রাফির জন্য লোগো তৈরি করতে হয়।
তার আগে কিছু কথা বলে নেই…
ট্রিকবিডির বেশির ভাগ লোকই হয়তো আমাকে পছন্দ করেন না। কারন আমি ভিডিও টিউটোরিল শেয়ার করি।
আসলে ভাই আমি ফটোশপ একটু একটু বুঝি তাই আমি চাই সাবাইকে ফটোশপ সম্পর্কে কিছু ধারনা দিতে।
তাছাড়া অন্যের পোস্ট কপি করার মত মন মানসিকতা নাই ( যদিও একসময় করতাম )
আর ফটোসপের টিউটোরিয়ায়ল লিখে শেষ করা সম্ভবনা। লিখে যদি আমি ৫% বুঝাতে পারি ভিডিওতে তা আমি ৫০% বুঝাতে পারব। কারন ফটোশপের টিউটোরিয়াল লিখে বুঝানো সম্ভব না।
যাদের আমার টিউটোরিয়াল ভাল লাগে তাদের উদ্দ্যেশ্যে বলছিঃ
আপনার যদি চান তাহলে আমি ফটোশপের একদম বেসিক থেকে শুরু করে কিছু টিউটোরিয়াল বানাতে চাই।
যারা ফটোশপে নতুন তাদের হয়তো বেসিক টিউটোরিয়াল গুলো কাজে আসবে। তাই আপনারা যদি চান তাহলে আমি টিউটোরিয়াল বানানো শুরু করব।
আপনাদের মতামত কমেন্ট করে জানান।
তাহলে এবার চলুন আজকের মুল টিউটোরিয়াল দেখে নিনঃ
ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা…
ফেইসবুকে আমিঃ Shehab Editz
ভাল থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন ।।
ধন্যবাদ সবাইকে…
7 thoughts on "নিজেই তৈরি করে নিন আপনার ফটোগ্রাফি লোগো | PHOTOGRAPHY LOGO DESIGN TUTORIAL"