কি-বোর্ডের শর্টকাট জানা থাকলে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে সহজে ভিডিও দেখা বা খুঁজে পাওয়া যায়। অথচ কম ব্যবহারকারীই এই বোতামগুলো সম্পর্কে জানেন। তেমন কিছু কি-বোর্ড শর্টকাট কি দেওয়া হলো এখানে:

* ভিডিও দেখার সময় সেটি সাময়িকভাবে থামাতে (Pause) চাইলে চাইলে K চাপতে হবে। আবার K বোতাম চাপলে ভিডিও সচল হবে। এই কাজটি স্পেসবার চেপেও করা করা যায়।
* ভিডিওর আগের অংশ অর্থাৎ পেছনে বা রিওয়াইন্ড করতে চাইলে J চাপুন, এতে ১০ সেকেন্ড আগের ভিডিও দেখাবে।
* ভিডিও এগিয়ে নিয়ে বা ফরওয়ার্ড করে দেখতে চাইলে L চাপুন। এতে চলতি ১০ সেকেন্ড পরের ভিডিও দেখাবে।
* ভিডিওর শব্দ বন্ধ বা মিউট করতে M চাপুন।
* ভিডিওকে ডানে বা বায়ে নিয়ে যেতে কি-বোর্ডের ডান বা বাঁ অ্যারো চাপুন।
* পুরো পর্দাজুড়ে অর্থাৎ ফুল স্ক্রিন ভিডিও দেখতে F চাপুন।

* তালিকা থেকে পরের ভিডিও দেখতে চাইলে Shift + N বোতাম চাপতে হবে। এতে তালিকায় থাকা পরবর্তী ভিডিও দেখাবে।
* ভিডিও চলতে থাকা অবস্থায় কি-বোর্ডের ১ থেকে ১০-এর মধ্যে যেকোনো বোতাম চাপলে পুরো ভিডিও দশ ভাগ করে সেই নম্বর অনুযায়ী অংশে নিয়ে গিয়ে দেখাবে।

সুত্রঃ প্রথম আলো 

 

দরিদ্র (doridro)

4 thoughts on "ইউটিউবের কি-বোর্ড শর্টকাট কি"

  1. Md Sakib Hasan Contributor says:
    ai post 10 din agay kor si lam..but…i am.not
    author ????
    1. doridro Author Post Creator says:
      Md sakib hasan, এমন পোষ্ট করলে author হওয়া যাবে না। এইগুলা তো Copy paste পোষ্ট। নিজের লেখা কিছু পোষ্ট করে দেখতে পারেন।
  2. Md Sakib Hasan Contributor says:
    bro…sobay…janay.ai ta coppy…post…but…ami….nisay..oi vabay lak si

Leave a Reply