কেমন আছেন সবাই?
আশা করি ভালই আছেন। আজকে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম ফটোশপের নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে ।
আজকের টিউটোরিয়ালের বিষয়ঃ ছবির ব্যকগ্রাউন্ড পরিবর্তন এবং কালার এডজাস্টমেন্ট ভিডিও টিউটোরিয়াল
আজকের টিউটোরিয়ালে দেখাব কিভাবে এমন একটি ছবি ইডিট করতে হয়। সাথেই থাকুন…
এই টিউটোরিয়ালে যা যা ব্যাবহার করেছিঃ
- PNG পাখি।
- একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ।
- একটি মডেল ।
(এই সব ছবির লিংক ভিডিও ডেস্ক্রিপশনে দেও্যা আছে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন)
এই টিউটোরিয়ালের জন্য আমি ফটোশপের সি সি ২০১৭ ভার্সন ব্যাবহার করছি। আপনারা চাইলে ফটোশপের সি এস ৬, সি সি ২০১৪, সি সি ২০১৫ বা অন্য যেকোন ভার্সনে চেস্টা করতে পারেন।
এই টিউটোরিয়ালে যা শিখতে পারবেনঃ
- কুইক সিলেকশন টুল এর ব্যাবহার।
- ব্যাকগ্রাউন্ড আলাদা করা।
- ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা।
- কালার এডজাস্ট করা।
- ব্রাস টুলের সাহায্যে লাইট ইফেক্ট তৈরি করা।
- ছবি স্মুথ কর।
তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করা যাকঃ
টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন।
নতুন সব ফটোশপ টিউটোরিয়াল পেতে ট্রিকবিডির সাথেই থাকুন ।
ধন্যবাদ…
10 thoughts on "ফটোশপ টিউটোরিয়ালঃ ছবির ব্যকগ্রাউন্ড পরিবর্তন এবং কালার এডজাস্টমেন্ট ভিডিও টিউটোরিয়াল"