কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন…

আজকে আবারো আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে বিষয় Lower Third.

আজকে দেখাব কিভাবে এমন একটি সাবস্ক্রাইব বাটন লোয়ার থার্ড তৈরি করতে হয়। আমার সাথেই থাকুন।

এই টিউটোরিয়ালে আমি যা যা ব্যাবহার করেছিঃ

  • একটি লোগো।
  • এডবি আফটার ইফেক্ট।

(প্রজেক্ট ফাইল গুলো আপনারা ভিডিও ডিস্ক্রিপসন থেকে ডাউনলোড করে নিতে পারেন)

আমি after effects এর ২০১৫ ভার্সন ব্যাবহার করেছি, আপনি চাইলে অন্য ভার্সন দিয়েও এটা করতে  পারেন।

তবে সবসময় নতুন ভারসন ব্যাবহার করতে চেস্টা করবেন।

যা যা শিখতে পারবেন এই টিউটোরিয়ালেঃ

  • এনিমেশন টেক্স তৈরি করা।
  • লোয়ার থার্ড তৈরি করা।
  • সাবস্ক্রাইব বাটন লোয়ার থার্ড তৈরি করা।

তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করা যাকঃ

টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।

টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।

ফটোশপ এবং আফটার ইফেক্ট এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।

ফেইসবুকে আমিঃ Shehab Editz

ধন্যবাদ সবাইকে…

 

 

9 thoughts on "Lower Third | ইউটিউব সাবস্ক্রাইব লোয়ার থার্ড তৈরি করুন আফটার ইফেক্ট দিয়ে | After Effects Tutorial"

  1. Avatar photo legend Contributor says:
    Vaiya, PS e ek click a background erase (transparent) korar kuno way ase?
    1. Avatar photo shehab Contributor Post Creator says:
      ache
    2. Avatar photo legend Contributor says:
      kivabe?
  2. Avatar photo Shiplu Contributor says:
    ভাই ফেসবুকে কি সমস্যা দেখা দিচছে কেও পুষ্ট মারে। অনেকের আইডি ডিজেবল বলতেছে
  3. Mahbub Subscriber says:
    apni zodi after effects master hoye thaken amake aktu help koren….
    ami after effects a kivabe flag flaying effects ততৈরি করব
    1. Avatar photo shehab Contributor Post Creator says:
  4. Avatar photo Mahbub Rahman Contributor says:
    shehab vai apnar imo number ta den.
    1. Avatar photo shehab Contributor Post Creator says:
      use korina vai

Leave a Reply