নতুনরা এই পোস্ট শুরু করার আগে নিচের লেখা দুটি পড়ে আসুন।

প্রথম পোস্ট    দ্বিতীয় পোস্ট


 

আজকে আমি আরো কিছু yt-dlp কমান্ড নিয়ে আলোচনা করব । আশা করি কমান্ড গুলো আপনাদের কাজে আসবে, তো দেরি না করে চলুন শুরু করা যাক ।  যারা পূর্বের পোস্টগুলো পড়েননি তারা আগে ওই পোস্টগুলো পড়ে আসুন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে।

mp3 Audio Download Command

যদি কোন ওয়েবসাইটের ভিডিও থেকে অডিও ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা নিজের কমান্ড টি ব্যবহার করতে পারেন। কমান্ডটি এভাবে লেখা হয়েছে যেন অডিওটি সকল ধরনের ফোনে সাপোর্ট করে।

yt-dlp -f "bestaudio" --extract-audio --audio-format mp3 --audio-quality 96K "https://www.youtube.com/watch?v=VIDEO_ID"

 


Trim and Download The Video

ধরুন, আপনি চাচ্ছেন একটি ভিডিও সম্পূর্ণ ডাউনলোড না করে সেটার শুধুমাত্র একটি অংশ ডাউনলোড করতে, সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ভিডিও ডাউনলোড করতে হয়। তারপর ওটাকে ট্রিম  করতে হয়। কিন্তু এই কমান্ড টুলটির মাধ্যমে আপনি চাইলে নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত একটি ভিডিও ডাউনলোড করতে পারবেন।

তো নিচে সে কমান্ড দেওয়া হলো

yt-dlp --download-sections "*30:00-35:00" -f best "https://www.youtube.com/watch?v=VIDEO_ID"
yt-dlp --download-sections "*10:15-12:45" -f best "https://www.youtube.com/watch?v=VIDEO_ID"

Multiple Time range ডাউনলোড করতে চাইলে নিচের কোড ব্যবহার করুন

yt-dlp --download-sections "*5:00-7:00,*15:30-18:00" -f best "https://www.youtube.com/watch?v=VIDEO_ID"

উপরের কমান্ড তিনটি লক্ষ্য করুন প্রথম দুটি কমান্ডে একটি সিঙ্গেল টাইম দেওয়া হয়েছে যেমন  প্রথম কমান্ডটিতে ৩০ থেকে ৩৫ মিনিট অর্থাৎ পাঁচ মিনিটের একটি ট্রিম করা ভিডিও ডাউনলোড হবে এবং পরের কমান্ডটিতে দেখা যাচ্ছে ১০ থেকে ১২ মিনিট ট্রিম করা ভিডিও ডাউনলোড হবে।

এবং সর্বশেষ এর কমান্ডটিতে দুটি টাইম রেঞ্জ দেওয়া হয়েছে এবং এই কমান্ডটি ব্যবহার করে মাল্টিপল টাইম রেঞ্জ এর ভিডিও ডাউনলোড করতে পারবেন।


Auto Subtitle Download

অনেক সময় আমরা বিভিন্ন কোর্সের ভিডিও ডাউনলোড করে থাকি, যেগুলোর ভাষা ইংরেজিতে হয়। যার ফলে আমাদের বুঝতে একটু কষ্ট হয় তবে সাবটাইটেল দিয়ে ভিডিওগুলো দেখলে অনেক সহজে বোধগম্য হয়, সেক্ষেত্রে ytdlp এর মাধ্যমে আপনি অটো সাবটাইটেলসহ ভিডিও ডাউনলোড করতে পারবেন,নিচের কমান্ডটি ব্যবহার করে

yt-dlp --write-auto-sub --sub-lang en -f best "https://www.youtube.com/watch?v=VIDEO_ID"

আমার মনে হয় আমি মোটামুটি বেসিক সব কমান্ড নিয়ে আলোচনা করে ফেলেছি যা একজন সাধারন ব্যবহারকারীর জন্য যথেষ্ট।

সে কারণে আমি আর কোন কমান্ড নিয়ে আলোচনা করেছি না, যদি আপনাদের কারো আগ্রহ থাকে সে ক্ষেত্রে আপনারা গিটহাব এর ওয়েবসাইটে গিয়ে আরো কমান্ড সম্পর্কে জানতে পারবেন। Github Link

পরিশেষে এটাই বলতে চাই পোস্টগুলো লিখতে আমাকেও অনেক লেখাপড়া করতে হয় তারপর লেখার সময়ই অনেক কষ্ট হয় আপনাদের ভালো ভালো মন্তব্য গুলো আমাকে লেখার উৎসাহ জাগায়।

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

2 thoughts on "ytdlp : বিভিন্ন কমান্ডের পরিচয় ও ব্যবহার : পর্ব-২"

  1. Random Contributor says:
    ytdlp এর উপর based কোনো gui app আছে যেটা অ্যাডফ্রি ও ট্রাস্টেড?
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Yes. Available on Github.

Leave a Reply