আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

আজ আপনাদের মাঝে এলাম কিভাবে Windows Force Shutdown Error Message চিরতরে Disable করে দিবেন!!

Windows 7 & 8 এ হঠাৎ করে PC বন্ধ করে দিলে Windows Force Shutdown Error Message দেখায়।

এটা আপনার Windows এর কোন সমস্যা না। এতা শুধু আপনাকে জানানোর জন্যে যে আপনার PC তে এখন এইসব Software Running আছে ।

আর আপনার যদি এই Error Massage পছন্দ না হয় তাহলেই এই টিউন আপনার জন্যে। অন্যথায় চেষ্টাও করবেন না।

আর এই ট্রিক টা ব্যবহার না করে যদি নিজে থেকেই PC Shutdown করার আগে সব কয়টা Running Software বন্ধ করে দেন সেটাই অনেক ভাল।

আর কথা না কাজের কথায় চলে যাই ।

যেভাবে বন্ধ করবেন

১. নিচের কোড টা কপি করে New Text Document এ রাখুন।
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management]

“ClearPageFileAtShutdown”=dword:00000001

[HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop]

“AutoEndTasks”=”1″

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control]

“WaitToKillServiceTimeout”=”1000″

২. এবার New Text Document টিকে shutdown.reg নামে যে কোন ড্রাইভ এ সেভ করুন। [Save করার সময় অবশ্যই All Files Select করে নিবেন]

৩. এবার shutdown.reg ফাইল টা ডাবল ক্লিক করুন। একটা Massage আসবে Yes ক্লিক করুন তারপর আরেকটা Massage আসবে Ok ক্লিক করুন।

৪. পরীক্ষা : ৩/৪ টা সফটওয়্যার Running রেখে Shutdown বা Restart দিয়ে দেখুন Windows Force Shutdown Error Message আসে কিনা।

এখন থেকে আপানার PC টা Shutdown বা Restart দিবেন তখন আপনার PC এর Tasks And Timeouts, Automatically বন্ধ হয়ে যাবে এবং Paging File গুলা মুছে দিবে।

[বিঃদ্রঃ – আপনার Antivirus Shutdown.reg ফাইল টিকে Malicious Script হিসাবে দেখাতে পারে। কিন্তু এটা আপনার Windows কে কোন ভাবেই ক্ষতি করবেনা]

ধন্যবাদ!


Me on FB

নিজের নামের Personal Web Profile সাইট বানাতে আমার যোগাযোগ করুন। আমার টা- JafrulOhossain.Tk

14 thoughts on "Windows Force Shutdown Error Message চিরতরে Disable করে দিন! [Don’t Miss]"

  1. Ahad Author says:
    আপনি রাঙামাটি কাপ্তাই থাকেন?
    1. JH Badhon Contributor Post Creator says:
      hmm
    2. Ahad Author says:
      রাঙামাটি আসছেন কখনো?
    3. JH Badhon Contributor Post Creator says:
      যাবো যাবো বলে জাওয়া হয়না, ৩০ মিনিটের রাস্তা!
    4. Ahad Author says:
      এতো কাছে এসেও আসেন না?
    5. JH Badhon Contributor Post Creator says:
      dekhi, keu nai oidiker.. Apni fb te nk koriyen
    6. Ahad Author says:
      ok
  2. MD Badhon Author says:
    কেও আমাকে অনলাইন মিউজিক app দেন। যেরকম জাভা তে kixten এই রকমের নামের app ছিল। plz.. app ta android এর জন্য দেন।
    1. Adib Ahsan Contributor says:
      Yolo Song
    2. MD Badhon Author says:
      j kono mp3 shuna jabe???
    3. Adib Ahsan Contributor says:
      Yes.
    4. MD Badhon Author says:
      vai ata to dl dia shunte hoi
  3. Hossain Contributor says:
    Amr symphony z2 er custom recovery dite parbe.

Leave a Reply