সালাম সবাইকে। ভালো আছেন সবাই? 🙂
অনেকেই পিসি তে Linux Mint ইন্সটল করেছেন, পরে তা রিমুভ ও করে ফেলেছেন।
কিন্তু Boot Menu থেকে Linux Mint এর অপশন টা রিমুভ হয় নেই। এমনকি এটার জন্য অনেকে নতুন করে Windows ইন্সটল করেছেন,
তারপর ও বুট মেনু তে Windows এর সাথে Linux Mint এর নাম দেখাচ্ছে।
এই সমস্যা নিয়ে অনেক দিন ঝুলে থাকার পরেও linux এর কোনো ফোরামে এটা রিমুভ করার কোনো কাজের পোস্ট পাই নেই।
পরে নিজেই খুটিনাটি করে সলিউশন বের করলাম
↓
প্রথমে আপনার কম্পিউটারের Windows এ লগিন করুন।
তারপর Run ওপেন করুন। আর লিখুন “regedit” । আর Enter প্রেস করুন।
এবার নিচের ছবির মত উইন্ডো ওপেন হবে।
তাহলে নিচের ছবির মত মেনু ওপেন হয়ে যাবে।
এবার HKEY_LOCAL_MACHINE > BCDOOOOOOOO > Objects > {1f3031……}
এরকম একটা ফোল্ডার এর ভেতর যেখানে সবুজ রঙের বক্সের মত একটা সাব ফোল্ডারের ভেতর নীল রঙের বক্সের জায়গায় Linux Mint….. লেখাটা দেখা যাবে।
[ আমি আগেই আমার পিসি থেকে অপশন টা ডিলিট করে ফেলেছি, তাই এক্সেক্ট স্ক্রীনশট নাই : ]
এবার আপনার পিসি তে লাল রঙের বক্সের জায়গায় যে বক্স টা এসেছে সেটা তে রাইট ক্লিক করুন।
এবং যে অপশন গুলা পাবেন সেখান থেকে “Permissions…” এ ক্লিক করুন।
এখন নতুন একটি পপ আপ মেনু আসবে। এই মেনু থেকে নিচের ছবির মত করে System এবং Administrator -দুটা ইউজার এর Full Control এবং Read অপশন গুলা তে Allow তে মার্ক করে দিন। তারপর Apply এবং OK তে ক্লিক করে বের হয়ে আসুন।
এখন পুনরায় {1f3031………} এরকম ফোল্ডারের উপর রাইট ক্লিক করে Delete বাটন প্রেস করুন। এবং Yes চেপে কনফার্ম করুন।
কাজ শেষ
এবার পিসি রিস্টার্ট দিয়ে দেখুন। 🙂
Linux Mint অপশন টা Boot মেনু তে নেই। সাধারন ভাবেই Windows চালু হবে 🙂
সজিব আহমেদ ফেইসবুক
বাংলায় শিখুন প্রোগ্রামিং। লিনাক্স কমিউনিটি আমার সাইট এ পাবেন। ভালো লাগলে ঘুরে আসবেন। ↓____=↓
Driver install 0 h0yna. Plz b0len