সালাম সবাইকে। ভালো আছেন সবাই? 🙂
অনেকেই পিসি তে Linux Mint ইন্সটল করেছেন, পরে তা রিমুভ ও করে ফেলেছেন।

কিন্তু Boot Menu থেকে Linux Mint এর অপশন টা রিমুভ হয় নেই। এমনকি এটার জন্য অনেকে নতুন করে Windows ইন্সটল করেছেন,

তারপর ও বুট মেনু তে Windows এর সাথে Linux Mint এর নাম দেখাচ্ছে।


এই সমস্যা নিয়ে অনেক দিন ঝুলে থাকার পরেও linux এর কোনো ফোরামে এটা রিমুভ করার কোনো কাজের পোস্ট পাই নেই।

পরে নিজেই খুটিনাটি করে সলিউশন বের করলাম


প্রথমে আপনার কম্পিউটারের Windows এ লগিন করুন।

তারপর Run ওপেন করুন। আর লিখুন “regedit” । আর Enter প্রেস করুন।


এবার নিচের ছবির মত উইন্ডো ওপেন হবে।


এখন Edit অপশন থেকে Find এ ক্লিক করুন। এবং সেখানে Linux লিখে Enter প্রেস করুন।
তাহলে নিচের ছবির মত মেনু ওপেন হয়ে যাবে।

এবার HKEY_LOCAL_MACHINE > BCDOOOOOOOO > Objects > {1f3031……}

এরকম একটা ফোল্ডার এর ভেতর যেখানে সবুজ রঙের বক্সের মত একটা সাব ফোল্ডারের ভেতর নীল রঙের বক্সের জায়গায় Linux Mint….. লেখাটা দেখা যাবে।

[ আমি আগেই আমার পিসি থেকে অপশন টা ডিলিট করে ফেলেছি, তাই এক্সেক্ট স্ক্রীনশট নাই : ]

এবার আপনার পিসি তে লাল রঙের বক্সের জায়গায় যে বক্স টা এসেছে সেটা তে রাইট ক্লিক করুন।

এবং যে অপশন গুলা পাবেন সেখান থেকে “Permissions…” এ ক্লিক করুন।

এখন নতুন একটি পপ আপ মেনু আসবে। এই মেনু থেকে নিচের ছবির মত করে System এবং Administrator -দুটা ইউজার এর Full Control এবং Read অপশন গুলা তে Allow তে মার্ক করে দিন। তারপর Apply এবং OK তে ক্লিক করে বের হয়ে আসুন।

এখন পুনরায় {1f3031………} এরকম ফোল্ডারের উপর রাইট ক্লিক করে Delete বাটন প্রেস করুন। এবং Yes চেপে কনফার্ম করুন।

কাজ শেষ 
এবার পিসি রিস্টার্ট দিয়ে দেখুন। 🙂
Linux Mint অপশন টা Boot মেনু তে নেই। সাধারন ভাবেই Windows চালু হবে 🙂


সজিব আহমেদ ফেইসবুক

বাংলায় শিখুন প্রোগ্রামিং।  লিনাক্স কমিউনিটি আমার সাইট এ পাবেন।  ভালো লাগলে ঘুরে আসবেন। ↓____=↓

ITKNOWLADGEBD

15 thoughts on "কিভাবে Windows এর Boot মেনু থেকে Linux Mint রমুভ করবেন মাত্র ১ মিনিটে →Full_Way_By_Sajeeb←"

    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ
  1. ABIR AHAMED Contributor says:
    linux operating ta kmn ???
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      লিনাক্স অপারেটিং টা খুব স্মুথ এবং Windows থেকে ভাল
  2. ABIR AHAMED Contributor says:
    linux setup deoar niyom kivabe??
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      সেটাপ টিউটোরিয়াল দেওয়ার চেস্টা করবো
  3. Din Muhammad Nahid Contributor says:
    vay windows 7 e my computer e password dewa jay?
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      দেওয়া জায়
    2. Din Muhammad Nahid Contributor says:
      pls vay eta niye ekta post din or link din jekhane pabo…pls urgent need
  4. Din Muhammad Nahid Contributor says:
    windows 8 e this pc te password dewa jay?
  5. Imranpabna Contributor says:
    windows 7 shortcut folder আছে এটার সমাধান থাকলে প্লিজ এটা নিয়ে একটা পোস্ট করেন উপকার হতো????
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      দেওয়ার চেস্টা করবো
    2. App Rony Contributor says:
      C drive e GoogleIT নামের ফাইল টা হল auto shortcut virus. Just delete googleit.exe from c drive ..
  6. App Rony Contributor says:
    প্রতিটা window এর close, maximaize, minimize বাটনের পাশাপাশি এক্সট্রা আরো 4 টা বাটন যুক্ত করেছেন কিভাবে ???
  7. sabbir Author says:
    Vain USB driver paina ki k0rb0 plz b0len
    Driver install 0 h0yna. Plz b0len

Leave a Reply