সবাইকে সালাম জানিয়ে শুরু করছি ।আজ একটা কমন সমস্যার সমাধান নিয়ে এসেছি। যদিও আপনারা অনেকে এই সমস্যার সমাধান জানেন । কিন্তু আমার পোস্ট করার কারণ হলো ট্রিকবিডি এর এক ভাইয়া সমস্যাটির কথা আমাকে বলেছে। এবং তার সমাধান ও ছেয়েছে।

File and Folder Shortcut Virus

আরো শর্টকার্ট ভাইরাস যার নমুনা দিলাম দেখেনিন

Most shortcut virus ends with .EXE, .VBS. LNK and .INI file extensions.

 

চলুন এবার সমাধান করি সমস্যাটি

১. ওপেন CMD (Command Prompt – DOS)
২. নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name_drive:*.*
এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.*
৩. এন্টার বাটন চাপুন
৪. এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার ওই ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন।

.bat ব্যবহার করে

Bat ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়।
১. নোটপ্যাড ওপেন করুন।
২. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন

@echo off
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
@echo complete.

৩. এবার Name_Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।
৪. removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
৫. এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
৬. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।

এছাড়া নিচের কৌশলও নিতে পারেন:

আক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ — দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।

আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।

৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ — দিয়ে APPLY করুন।

ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।

 

 

8 thoughts on "কিভাবে আপনি আপনার পিসি এর শর্ট কার্ট ভাইরাস বা শর্টকার্ট ফোল্ডার আসার সমস্যাটি সমাধান করবেন, তাহলে এই পোস্ট টি দেখুন। (ইচ্ছে টিউন)"

    1. জামিল Author Post Creator says:
      Thanks…………….
  1. wowwwwwwwwwwww..i need it……….
    1. জামিল Author Post Creator says:
      hmmm
  2. Imranpabna Contributor says:
    জামিল ভাইয়া অনেক অনেক উপকার করলেন

    ★★★★???আমার জন্ন্য কষ্ট করে পোস্ট করার জন্ন্য
    1000000000++++++Thanks ★♣♪♪♪

    1. জামিল Author Post Creator says:
      wlc….. ☺
  3. Reja BD Author says:
    ট্রেইনার করে দিলাম আর এখন…………..

    হায়রে দুনিয়ায় মানুষ

Leave a Reply