আগেই বলে দিচ্ছি।
সফটওয়্যার টি আমার তৈরিকৃত নয়। তাই আমার আগেও কোনো না কোনো জাইগাতে পোস্ট হতে পারে
…………………………………………………………………………
বেশি কথা না বাড়িয়ে পোষ্টের মূল আলোচনায় মগ্ন হই।
…………………………………………………………………………
আমি ২০১৩ সাল থেকে এই IDM টা ব্যাবহার করে আসছি, নিশ্চিন্তে।
সফটওয়্যার টি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন
সফটওয়্যার টি ডাউনলোড শুরু করার আগে থেকে ইন্সটল শেষ না হওয়া পর্যন্ত আপনার কম্পিউটার/ল্যাপটপ এর Antivirus সফটওয়্যার টি Disable (বন্ধ) করে রাখুন
যদি এক্সট্রাক্ট পাসওয়ার্ড চায় তাহলে tn6472 দিবেন।
ইন্সটল প্রক্রিয়া টা সকলেই পারবেন জানি। তারপরেও একটু দেখিয়ে দেই।
প্রথমে নিচে দেখানো স্ক্রিনশট এর ফাইল টি তে ডাবল ক্লিক করুন।
তারপর next
তারপর next
তারপর next
তারপর next
ইন্সটল চলছে। একটু অপেক্ষা করুন।
তারপর আরামছে ডাউনলোড করুন।
আমার পোস্টে কোনোরকম ভুল থাকলে অবশ্যই তা উল্লেখ করবেন। কারন, শেখানোর মাধ্যমেও অনেক শেখা যায়।
আর পুরো পোস্ট টি ভালো করে পড়ুন।
বিশেষ করে উপরের দিক টা
আমি এটা ২০১৩ থেকে ব্যবহার করে আসছি। এই IDM এর জন্য আলাদা কোনো ক্র্যাক ফাইল বা সিরিয়াল কি লাগে না।
তাই আমার কাছে এটা পছন্দসই। এই জন্যই শেয়ার করা।
ধন্যবাদ
হয়তোবা এতে আশা মিটে আবার বেশি হয়ে যাবে।
আপনার মুল্যবান কম্মেন্টের জন্য ধন্যবাদ