আসসালামু আলাইকুম
আজকে আমি দেখাবো কিভাবে এন্ড্রয়েড ফোন দিয়ে পিসি নেট চালানো যায় wifi, usb আথবা bluetooth দিয়ে।
→চলুন শুরু করা যাক
★Wifi পদ্ধতি
আপনার ফোনের Hotspot চালু করুন, ?পিসির wifi দিয়ে কানেন্ট করুন simple.. lol?
★USB পদ্ধতি ও bluetooth পদ্ধতি
প্রথমে এই Zip ফাইটি Download করুন password :- tanjid । এর ভিতরে এন্ড্রয়েড ও পিসি software আছে install করে নিন।
এর পর ফোনে এইভাবে করুন
usb ক্যবল দিয়ে পিসি -ফোন কানেক্ট করুন
Bluetooth
ব্লুতুথ দিয়ে কানেক্ট করার জন্য usb ক্যবল লাগবে না
আপনার ফোন সিলেক্ট করুন। যদি আপনার ফোন দেখতে না পান তাহলে নিচে search again এ ক্লিক করুন
পারলে আমাকে ১ জিবি ট্রান্সফার কইরা দাও খুশি হইমু।
আমার মনে হয় ৯৯.৯৫% কম্পিউটার ব্যবহারকারী রা USB, HOTSPOT, BLUETOOTH ব্যবহার করে Android এর নেট PC/LapTop এ ব্যবহার করতে জানেন।
তবুও নতুন করে শেয়ার করার জন্য tnx.
অন্তত পক্ষে যারা জানে না। তাদের উপকারে আসবে।
Tnx
আচ্ছা এই জিপ ফাইল ছাড়া কি ইউএসবি দিয়া ইন্টারনেট চালান যায়না। আমি কি দেখামু . … …….
আবার ব্লুটুথ দিয়া কানেক্ট করে শেয়ার ইন্টারনেট দিলেই হলো।
আর এইসব আগে জানতাম। আর জিপ ফাইলের কি প্রয়োজন ক্যাবল কান্নেক্ট করে মোবাইলে usb tetharing on কইরা দিলেই হয়। এত করে জিপ ফাইলের কি দরকার।
কোন সফটওয়্যার ছাড়াই’ Usb Cable দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা যায়
আরেকটা প্রবাদ শিখে রাখেন> খালি কলসি বাজে বেশি’
Winrar