আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার পিসিকে ফাস্ট রাখবেন কনো সফটওয়্যার ব্যবহার না করেই, শুধুমাত্র সাধারণ কয়েকটি কমান্ড দিয়ে।

তাহলে চলুন কাজ শুরু করিঃ

প্রথম ধাপঃ

প্রথম ধাপটি অত্যন্ত সাধারণ একটা ধাপ,
যেটা সকল পিসি ইউজাররাই করে থাকেন।
সেটি হচ্ছে- পিসি ওপেন করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে Refresh করা।
অথবা কীবোর্ডের একেবারে উপরের সারির দিকে লক্ষ্য করলে দেখবেন F5 নামের একটি বাটন আছে, সেটায় চাপ দিয়ে ধরে থাকা/কয়েকবার প্রেস করা।

তবে একটা কথা-কম্পিউটার ওপেন করার পর আগে বিজয় কীবোর্ড অথবা অভ্র কীবোর্ড এর মতো সফটওয়্যারগুলোকে আগে পুরোপুরি লোডিং হতে দিন তারপর অন্য অপশনে ক্লিক করবেন, এতেকরে আপনার পিসি স্লো হওয়ার হাত থেকে অনেকটাই রক্ষা পাবে।
অর্থাৎ প্রথমে পিসি অন করুন,তারপর সবকিছু লোডিং হতে দিন,তারপর অন্যান্য অপশনে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপঃ

প্রথমে Run এ প্রবেশ করুন।

তারপর নিচের মত Run ওপেন হলে এবার দেখুন সেখানে একটা ফাঁকা বক্স দেখতে পাবেন।
সেখানে নিচের চিত্রের মত tree লিখুন।
তারপর আপনার কীবোর্ডের Enter বাটনে ক্লিক করুন।

এবার লক্ষ্য করলে দেখবেন নিচের মতো একটি উইন্ডও ওপেন হয়ে আপনার পিসিটি একবার রিফ্রেশ হয়ে গেল।

এভাবে কয়েকবার tree লিখে Enter চেপে রিফ্রেশ করে নিতে পারেন।

তৃতীয় ধাপঃ

এই কাজটিও প্রায় দ্বিতীয় ধাপ এর মতোই,কিন্তু এটা হবে অনেকটা ডীপ রিফ্রেশ দেওয়ার মত।
আবার আগের মত Run এ প্রবেশ করুন।
তারপর ফাঁকা বক্সে লিখুন tree c:/ তারপর Enter বাটনে চাপুন।
নিচের মতো করে কাজ করুন।

Enter এ ক্লিক করার পর এরকম আরো একটি উইন্ডো ওপেন হয়ে প্রায় ৩০ সেকেন্ডের মত লোডিং হয়ে আপনার পিসি রিফ্রেশ হবে।
নিচের মত।

চতুর্থ ধাপঃ

পুনরায় Run এ প্রবেশ করুন,
তারপর নিচের মত ফাঁকা বক্সটিতে লিখুন temp তারপর Enter বাটন প্রেস করুন।

এবার নিচের মতো একটি পেজ দেখতে পাবেন। আর সেখানে কিছু ফাইল দেখতে পাবেন।আমি আগেই একবার ক্লিয়ার করে দিয়েছি তাই আমার মাত্র দুইটা ফাইল দেখাচ্ছে।এগুলো হচ্ছে টেম্পোরারি ফাইল।
এগুলো সবসময় ক্লিয়ার রাখা উচিত।

এবার কীবোর্ডের Ctrl+A বাটন একসাথে চেপে ধরুন,তাহলে সব ফাইল একসাথে সিলেক্ট হয়ে যাবে।
তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে Delete এ ক্লিক করুন তারপর Yes প্রেস করুন,
তাহলে সব ফাইল দিলেট হয়ে যাবে।

পঞ্চম ধাপঃ

আগের মত আবার Run এ প্রবেশ করুন,
তারপর ফাঁকা বক্সে নিচের মত লিখুন prefetch
তারপর Enter প্রেস করুন।

এবার নিচের মত একটি পেজ আসবে এবং আপনি অনেকগুলো সর্টকার্ট ফাইল দেখতে পাবেন।
এগুলোর জন্যও কম্পিউটার অনেকটা স্লোও হয়ে যায়,তাই এইসব সবসময় ক্লিয়ার রাখা উচিত।

এবারে এইসব ডিলেট করার জন্যে আবার আগের মত কীবোর্ডের Ctrl+A বাটন একসাথে চেপে ধরুন,তাহলে সব ফাইল একসাথে সিলেক্ট হয়ে যাবে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে Delete এ ক্লিক করুন,তারপর
Yes প্রেস করুন।তাহলে সব ফাইল ডিলেট হয়ে যাবে।

এবার আপনার পিসির একেবারে হোম পেজে ফিরে আসুন,তারপর Recycle Bin এর উপরে মাউসের রাইট বাটন প্রেস করুন,তারপর Recycle Bin Empty এ ক্লিক করে Yes প্রেস করুন।
তাহলে আপনার Recycle Bin খালি হয়ে যাবে।

এবার আপনার পিসির বিভিন্ন অপশনে ক্লিক করে বিভিন্ন জায়গার প্রবেশ করুন,আর লক্ষ্য করুন তো যে আপনার পিসিটি আগের তুলনায় একটু হলেও ফাস্ট হয়েছে কি না?
আশা করি উত্তরটি হবে হ্যা!
তাহলে কম্পিউটার চালানোর পাশাপাশি দুই একদিন পর পর এই পাঁচটি ধাপ অনুসরন করে চলুন তাহলেই খুব সহজেই কনো সফটওয়্যার ব্যবহার ছাড়াই আপনি আপনার পিসিকে ফাস্ট রাখতে পারবেন।

তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।


যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

আল্লাহ্‌ হাফেজ

20 thoughts on "আপনার কম্পিউটারকে সুপার ফাস্ট রাখুন কনো সফটওয়্যার ব্যাবহার না করেই,শুধুমাত্র পাঁচটি কৌশল অবলম্বন করে!"

  1. Shifat Contributor says:
    Vhak ek2 Help korbeb Plz,?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      কি হেল্প?
  2. Ahmed Rifat Contributor says:
    সুন্দর পোষ্ট
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  3. Shifat Contributor says:
    Vahi Fb Lite amar age free Colto But Ekn Colce Nah..ekn koon verson Ta try korle abar free Calate Parbo Plz Kindly Bolben Vhai…???
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      haha….vai amar nijeri aj bikal theke cholcena onk try korlam but kicutei chalu korte parlam na.!
      tai apnake ei muhurte kicu bolte parcina.
    2. tawfiquebd Contributor says:
      Amaar cholse gp ebong Robi sim e. Tobe gp te majhe majhe disturb kortese gotokal theke. Somadan o achhe. Trickbd te author hole bistarito janano jeto. Dekhi amaar site e post Kore link debo.
    3. Shifat Contributor says:
      Kivabe calaw tmi vhi
    4. Mehedi Islam Ripon Author Post Creator says:
      apnar fb link din plz…ektu kotha bolbo…
    5. tawfiquebd Contributor says:
      আমার ফেসবুক লিংক https://web.facebook.com/TRaihanb
  4. Ashraf uddin Author says:
    tree যাদের নাই যেমন আমার ছিলনা তাদের জন্য ট্রি বানানোর কিছু দিব নাকি?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      tree আবার কি বানাবেন??? আপনার কথাটা ঠিক বুঝলাম না?
    2. Ashraf uddin Author says:
      কেন নতুন শুনলেন নাকি যাদের ট্রি নাই তারা কি করে?
    3. Mehedi Islam Ripon Author Post Creator says:
      apni ki tree software tar kotha bolcen?
    4. Ashraf uddin Author says:
      নাহ।
      যাস্ট ট্রি কোড।
  5. supercell67677 Contributor says:
    ekbar app info theke data clear koren taholei abar lite free colbe
  6. supercell67677 Contributor says:
    r nahole app ta unstall koren then install koren
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      jotoi chestha koren kaj hobena….gp te off kore dice.
  7. BlaCk & WhitE (TaNjiD) Author says:
    Tree
    এটা দিলে আমার পিসিতে চোখের পলকে চলে যায়। মনে হয় আপনার পিসি স্লো

Leave a Reply