কম কথা বলে বেশি বঝানোর চেষ্টা করছি।
দয়া করে সম্পূর্ন পোস্ট টি পড়ার মত সময় থাকলে পড়ুন, নাহলে পরে এক কখনো সময় করে পড়বেন।
আমরা নিজেদের প্রয়োজনীয় ফাইল যেমন ছবি, অডিও, ভিডিও বা অন্য কোনো ডকুমেন্ট গুলো নিজের মোবাইলে মেমোরী কার্ড বা পেনড্রাইভে অথবা অন্য কোনো ক্লাউড স্টোরেজে আপলোড করে রেখে দিয়ে থাকি।
কিন্তু সে সবের চেয়ে অনেক অনেক ভালো হয় যদি আপনি সেগুলো কোনো CD বা DVD-ডিস্কে রেখে দেন।
একটা ডিস্কের মূল্যও বেশি না, ৮ টাকা, ১৫ টাকা, ২০ টাকা এমনই।
যাহোক,
অনেকেই যানেন না কিভাবে নিজের ডকুমেন্ট গুলো ডিস্কে সেভ করে রাখতে হয়,
তাদের জন্যই এই পোস্ট।
আপনি গুগলে সার্চ দিলে CD/DVD তে ডাটা লোড দেওয়ার জন্য অনেক সফটওয়্যারই পাবেন, কিন্তু, সবচেয়ে ভালো সফটওয়্যার টির নাম হচ্ছে Nero Express.
গুগল সার্চ করে যদিও পাবেন, তবে সাইজ অনেক বেশি।
তাই আমি যেটা দিচ্ছি সেটার সাইজ অনেক কম। ১১ মেগাবাইট মত।
এখান থেকে ডাউনলোড করে নিন।
আমার দেওয়া লিংক থেকে ডাউনলোড করলে আপনি একটা .zip ফাইল পাবেন, সেটা এক্সট্রাক্ট করতে গেলে পাসওয়ার্ড চাইবে। যে পাসওয়ার্ড টি আপনি .zip ফাইলের ভিতরে থাকা .txt ফাইলে পাবেন।
সফটওয়্যার টি ইন্সটল করুন।
তারপর ওপেন করুন
এখন আপনি CD তে ফাইল রেখতে চান নাকি DVD তে ফাইল রাখতে চান, সেটা সিলেক্ট করুন।
(আমার কাছে CD Disk নেই, DVD Disk আছে, তাই এটা দিয়েই দেখাচ্ছি)
এখন আপনি যে ফাইল গুলো ডিস্কে লোড করে রাখতে চান, সেগুলো এই সফটওয়ার এ অ্যাড করতে Add এ ক্লিক করুন।
এবার Next এ ক্লিক করুন।
ডিস্ক টি লোড (Burn) হওয়ার পরে যে নামে দেখতে চান সেই নাম এখানে লিখুন।
Burn-এ ক্লিক করুন
যদি Burn Multisession Anyway তে ক্লিক করেন তাহলে পরে আবার আপনি এই CD/DVD তে কোনো ফাইল লোড দিতে পারবেন। আর যদি Burn Without Multisession এ ক্লিক করেন, তাহলে এই CD/DVD তে পরে আর কোনো ফাইল লোড করতে পারবেন না।
তাই এটা আপনার ইচ্ছা মত ক্লিক করুন।
আমি Burn Without Multisession ক্লিক করুন।
এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
কমপ্লিট হয়ে গেলে যানতে পারবেন।
তারপর চেক করে দেখুন।
আশাকরি বোঝাতে সক্ষম হয়েছি।
না বুঝলে কয়েক MB খরচ করে নিচের ভিডিও টি দেখে নিন।
https://www.youtube.com/watch?v=d0hZB9r2RKE
ভুল হলে ক্ষমা করবেন।
One thought on "[For_PC]- এখন থেকে প্রয়োজনীয় ফাইল গুলো রেখে দিন CD/DVD তে।"