আজ আপনাদেরকে একটি প্রয়োজনীয় বিষয় সম্পর্কে বলব। এর মাধ্যমে আপনি ফোনের দ্বারা আপনার PC ফুল্লি নিয়ন্ত্রন করতে পারবেন।
প্রথমে,
আপনার Android ফোনের Play Store গিয়ে Wifi Mouse লিখে Search দিবেন।
তারপর install দিবেন।
install হওয়ার পর open করুন।
open করার পর এরকম আসবে।
http://wifimouse.necta.us
এই adress এ ঢুকে এরকম Wifi mouse server download দিবেন আপনার PC জন্যে।
Download শেষ হওয়ার পর install দিবেন।
install হওয়ার পর Wifi mouse server app টি ওপেন করুন।
আপনার Android ফোনের Hotspot চালু করে Pc connect দিন।
তারপর pc তে Wifi mouse server ওপেন করুন। I Agree দিন।
এরকম একটা page আসবে।
এখন আপনার Android ফোন এ wifi Mouse App ওপেন করুন।
তারপর এভাবে রাডারে আপনার Pc নেম দেখাবে। Pc নেম এর উপর Touch করুন।
এরকম একটা password box দেখাবে।
এখানে Pc তে Show করা password দিবেন।
এখানে আমার password 1419। আমি 1419 দিয়েছি তাই App Pc সাথে Connected.
Password Randomly change হয়। আপনি চাইলে password Lock করতে পারবেন।
Wifi Mouse এপটির সব ফিচার Unlock এর জন্যে আপনাদের সুবিধার্থে Wifi mouse pro.apk দিয়ে দিলাম।
ব্যাস শেষ কাজ। এখন আপনার Pc কে Control করুন Android দিয়ে।
এটা TrickBD তে আমার প্রথম Post ভুল-ত্রুটি ক্ষমাসরুপ দৃষ্টিতে দেখবেন। কোনো প্রকার সমস্যা হলে Comment জানাবেন।
ধন্যবাদ।