বিসমিল্লাহির রাহমানির রাহিম

কেমন আছেন সবাই?

আশা করি ভাল আছেন?

বেশ কিছু দিন টিউন করা হয় না, হাতে সময় খুব কম হওয়াতে ট্রিকবিডিতে একটু উঁকিঝুঁকি দিয়ে চলে যাই। কিন্তু আপনাদের কোনো ট্রিক দিতে পারি না। তবে আজকে একটা টিউন নিয়ে হাজির হলাম।

টিউনের শিরোনাম দেখেতো বুঝে যাওয়ার কথা আমি কি বিষয় নিয়ে টিউন করবো। অবশ্যই বুঝে গেছেন ,তাহলে চলুন ঝটপট বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।

আমরা সবাই ফ্রি জিনিশ গুলোই বেশি ব্যবহার করে থাকি। অনেক সফটওয়্যার আছে যেগুলা ফ্রিতে ইউজ করা যায় না, টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। অনেক প্রফেশনাল কাজের জন্য ফ্রি এর চাইতে টাকা দিতে কিনে ব্যবহার করা এপস গুলো কাজ হাই লেভেলের হয়ে থাকে, এবং এগুলার কাজে ত্রুটি থাকে না।

গুগোল ক্রম, ইউসি ব্রাউজার, মজিলা ফায়ার ফক্স, অপেরা এই সকল গুলা কিন্তু আমরা ফ্রিতে চালাতে পাড়ি কিন্তু অন্য দিকে দেখুন, ক্লাস অফ ক্লান, ক্লাস অফ রয়াল, Puffi Browser Pro এই গুলা টাকা দিয়ে ক্রয় করে ইউজ করতে হয়।

কম্পিউটার এর জন্য মাইক্রোসফট অফিস, অটোক্যাড, এডোবির প্রায় সকল এপস গুলোই কিনতে হয় ফুল ভার্সন করার জন্য।

চিন্তা করছেন আপনি যে জিনিষটা ফ্রি চালাইতেছেন সেটা কিভাবে এলো? নাকি কম্পানি আপনাকে ভালবেসে ফ্রি দিছে? না ভাই, কম্পানি আলগা পিরিত করে না, দেখুন আপনার ইউজ করা এপস বা সফটওয়্যারটা বৈধ্য কিনা? যদি অবৈধ্য হয় তাহলে ক্র‍্যাক, প্যাচ, কিজেন দিতে ফুল ভার্সন করে নিয়েই আপনি ইউজ করতেছেন।

এবার একটু মোড ভার্সনের কথা বলি,

মোড ভার্সন হলো আপনার ক্র‍্যাক, প্যাচের মতই, এগুলো যেমন টাকা ছাড়াই চালাইতে পারেন ঠিক মোড ভার্সনের এপ গুলোও ফ্রিতে চালাইতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়া । অনেক গেমস পাবেন যে গুলা  লেখা থাকবে মোড কিন্তু কাজ করবে ট্রায়াল ভার্সনের। এগুলা হলো ধান্ধা বাজি, আপনাকে বোকা বানিয়ে এপ গুলা ডাউনলোড করাচ্ছে ।

আমাদের দৈনন্দিন কাজের জন্য প্রয়োজন হয় এন্টিভাইরাস, আর এই এন্টিভাইরাস এর জন্য গুনতে হয় ডলার, কিন্তু আমরা ডলার দিতে নারাজ, তাই খুঁজে থাকি বিভিন্ন ধরণের কিজেন, ক্র‍্যাকার, সিরিয়াল কি, যাতে আমাদের এন্টিভাইরাসটি প্রিমিয়াম ভাবে কাজ করে।

আরেকদিকে আইডিএম এর কথা বলতে গেলে ফেইক নেম এর জ্বালা তো আছেই। এই ফেইক নেম এর জন্য ঝামেলায় পরেন নাই এমন লোক খুব কমই আছেন।

ডাউনলোড এর জন্য সর্বশ্রেষ্ঠ ডাউনলোডার হলো আইডিএম  আর এটার জন্য আমাদের টাকা দিয়ে কিনার ক্ষমতা নাই, তাই গুগোলের কাছে গিয়ে চাই হলো ক্র‍্যাক ফাইল, কিজেন যাতে করে ডাউনলোডার এর এই ঝামেলা থেকে মুক্তি মেলে।

চলুন কিছু ওয়েব সাইট দেখে নেই, যেগুলোতে আপনি ক্র‍্যাক, প্যাচ, কিজেন, সিরিয়ালকি গুলো পাবেন।

১।  On HAX

এই ওয়েব সাইটা খুব ভালো একটা সাইট ,আপনি এন্ড্রয়েড এপসের পাশা পাশি পিসি সফটওয়্যার ও ডাউনলোড করতে পারবেন।

শুধু এন্ড্রয়েড পিসি নয়! পাবেন ম্যাকের জন্যও দারুণ সব সফটওয়্যার, পাবেন লিনাক্স এর জন্য খুব দরকারি টুলস।

ভিজিট করুতে এখানে ক্লিক করুণ।

২। RevDL হলো দ্বিতীয় সাইট।

এটা হলো আরেকটা প্রিমিয়াম সফটওয়্যার ডাউনলোড সাইট। মোডেড গেমস, সফটওয়্যার , ক্র‍্যাকেড এপস পাবেন

এই সাইটের ক্যাটাগরি দেখলেই বুঝতে পারবেন কি কি আছে এই ওয়েব সাইটে।

ভিজিট করতে এখানে ক্লিক করুণ।

৩। CrackedAPK নাম দেখেই তো বুঝে গেছেন । তাই আর বিস্তারিত বললাম না।

শুধু ভিজিট করুণ যা দরকার ডাউনলোড করুণ।

ভিজিট করতে এখানে ক্লিক করুণ।

৪। RexDL হলো RevDL ওয়েব সাইটের মতই আরেকটা ওয়েব সাইট এখানেও পাবেন অনেক অনেক মোড করা সব গেমস, সফটওয়্যার , ইত্যাদি ।

ভিজিট করতে এখানে ক্লিক করুণ।

পিসির জন্য কিছু ওয়েব সাইট, আসলো গুগোলে অনেক সাইট পাবেন, তার পরেও আমি কিছু দিতে দিলাম যাতে খুঁজতে না হয়।

১। piratecity এটা একটা দারুণ ওয়েব সাইট অনেক প্রয়োজনিয় সফটওয়্যার প্রমিয়া ম ভাবে ডাউনলোড করতে পারবেন।

ভিজিট করতে এখানে ক্লিক করুণ।

২। Cracksfiles কম্পিউটার ও ম্যাকের জন্য প্রিমিয়াম সফটওয়্যার ডাউনলোডের জন্য আরেকটা দারুণ সাইট
ভিজিট করুন

৩। Ask4PC দারুণ সব সফটওয়্যার পাবেন এই সাইটে,
ভিজিট করুন এখনি।

গুগোলে সার্চ দিলে সাজারো ওয়েব সাইট আসবে ক্র‍্যাক, প্যাচের জন্য সেরা সেরা সব সাইট আপনি চাইলে সেখান থেকে আপনার প্রিমিয়াম ভার্সন গুলো ডাউনলোড করে নিতে পারেন।

তবে সতর্কতা দিয়ে রাখি। অনেক সময় দেখা যায় ক্র‍্যাক, প্যাচের সময় এন্টিভাইরাস ক্র‍্যাক ফাইলটা ডিলিট করে দেয় কারণ ড্যান্সাজার কিছু কোডিং এর জন্য এই ধরণের সমস্যা হয়ে থাকে।
অনেক সময় অনেক ধরণের ফাইল আপনার এর প্রতি আক্রমন করতে পারে, ফলে সমস্যা হতে পারে, সমস্যা মোকাবেলার জন্য আপনার এন্টিভাইরাসটা আপডেট রাখুন।

কোনো ধরণের ক্ষতির হলে আমি অথবা ট্রিকবিডি কোনক ভাবেই দায়ী থাকবো না।
যা করবেন নিজের বিবেচনায় করবেন।
ধন্যবাদ সবাইকে।

কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন।

আগামী টিউন দেখার আমন্ত্রন জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

15 thoughts on "ক্র‍্যাকেড এপস কি? কোথায় পাওয়া যাবে? এন্ড্রয়েড ও পিসি’র জন্য।"

  1. Avatar photo Anonymous Contributor says:
    nice post bro
    1. Innovations Insight Logo Server Error Author Post Creator says:
      Thanks brother
  2. Siam Mohammad Zubaer Contributor says:
    দারুন post তবে cracksfile আর ask এ click করলে trickbd আসে কেনো?
    1. Innovations Insight Logo Server Error Author Post Creator says:
      Bro link to sob kaj korche , try koren abar. Thanks brother.
    2. Innovations Insight Logo Server Error Author Post Creator says:
      Thanks vai
  3. Mahbub Pathan Author says:
    কাজের পোস্ট।
    1. Innovations Insight Logo Server Error Author Post Creator says:
      Thanks vaiya
  4. Innovations Insight Logo Server Error Author Post Creator says:
    Thanks vaiya
    1. Innovations Insight Logo Server Error Author Post Creator says:
      Thank you very much bro
  5. Avatar photo Fahad Contributor says:
    amr jonno rexdl 1 no
    1. Innovations Insight Logo Server Error Author Post Creator says:
      Hmm jar jemon choose

Leave a Reply