জ একটি নতুন কিন্তু চমৎকার এবং কাজের এন্টিভাইরাসের সাথে পরিচয় করিয়ে দিব। 
 যা আপনি লাইফ টাইম ফ্রীতে ব্যবহার করতে পারবেন কোন সিরিয়াল কী ছাড়া ।
 

ন্টিভাইরাস কি এবং ইহা খায় না মাথায় দেয় ?

————————————————————————————————————————–

 

 
এন্টিভাইরাস আপনার পিসিকে ক্ষতিকর ভাইরাস হতে নিরাপদ রাখে।
 
ভাইরাস এর কারনে আপনার পিসির অনেক রকম ক্ষতি সাধন হতে পারে যার শেষ মাত্রা পিসিকে পুরোপুরি ড্যামেজ করে দিতে সক্ষম ।এছাড়াও এটি আপনার সকল তথ্যের নিরাপত্তা ভেঙ্গে দিয়ে অন্যের নিকট পাঠাতেও সক্ষম।

 

আপনার প্রয়োজনীয় ফাইলগুলো শেষ করে দিতে পারে। হার্ডডিস্ক , র‍্যাম অথবা অন্য কোন হার্ডওয়্যার নষ্ট করে দিতে ভাইরাসের আর কোন বিকল্প নাই। তাই ভালমানের এন্টিভাইরাস ব্যবহার করা উচিৎ যা আপনার শখের পিসিটিকে নিরাপদ রাখবে।

 

 
তো দেখে নেওয়া যাক কি এন্টিভাইরাস নিয়ে এত শোরগোল। 

 

 
Baidu Antivirus 2015
বিঃদ্রঃ   Baidu Antivirus 2015 সালের নয় এটাই নাম
 
  •  অসাধারন এবং ডায়নামিক সব ফিচার।
 
  • প্রয়োজনীয় এবং কার্যকরী সকল টুলবক্স।
 
  • ন্যান্য এন্ট্রিভাইরাস হতে সুপার ফাস্ট ।
 
  • বিশ্বাসযোগ্য এবং এ্যাওয়ার্ড প্রাপ্ত এন্টিভাইরাস।

 

 
  • পিসিতে অল্প র‍্যাম খরচ করে তাই পিসির পারফরমেন্স ভাল থাকে।

 

 যার দরকার সে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড করতে ক্লিক করুন।

 

সৌজন্যেঃ সাইবার প্রিন্স সৌরভ

17 thoughts on "আপনার পিসির জন্য ডাউনলোড করে নিন Baidu লাইফ-টাইম ফ্রী এন্টিভাইরাস পুরাই ফ্রীতে। সময় থাকতে ডাউনলোড করে নিন নয়তো পস্তাইবেন।"

    1. Avatar photo Cyber_Prince Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া @ MD Alamin hossen
  1. Avatar photo Jakir Hossain Contributor says:
    Download অপশন তো খুঁজে পেলাম না
    1. Avatar photo Cyber_Prince Author Post Creator says:
      Skip Ad এ ক্লিক করলে ডাউনলোড আরম্ভ হবে।
      Skip ad ডান পাশের উপরে দেখতে পাবেন
      @ Jakir Hossain ভাই
  2. Avatar photo Trickbd Support Moderator says:
    শর্ট লিংক দেয়া শুরু করেছেন?
    আইডিতে নোটিশ দিলে অন্যকোনো এডমিনের চোখে পড়লে ট্রেইনার পদ বাতিল করবে।
    তাড়াতাড়ি সব শর্টলিংক সরিয়ে ফেলুন।
    1. Avatar photo Naim sdq Author says:
      রি-ট্রেইনার রিকুয়েষ্ট চেক করুন।
    2. Avatar photo Hasib238 Author says:
      Bro amr postguli jodi ektu check korten pls..
    3. Avatar photo Cyber_Prince Author Post Creator says:
      ভাই বর্তমানে বাহিরে আছি রাতে বাসায় ফিরে ঠিক করে দিচ্ছি একটু সময় দেন। @ ট্রিকবিডি সাপোর্ট
    4. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ভাই ধন্যবাদ এ যাত্রায় বাচানোর জন্য ভাল থাকুন আর ভুল হলে জানিয়ে দিবেন।
      আজ সত্যি বলছি ট্রিকবিডি সাপোর্ট সবার শীর্ষে।
  3. Avatar photo Samir1122 Contributor says:
    Good post…ভাইয়া,আমাকে, pc এর জন্য লেনোভো শিয়ারিট,এবং,Wandershar video editor pro..দিতে পারবেন,,.??
  4. Avatar photo Naim sdq Author says:
    অনেকদিন আগে ইন্সটল করেছিলাম। বাধ্য হয়ে আনইনস্টল করতে হয়েছে। এটি রানিং অবস্থায় অনলাইনের কাজ ভালভাবে করা যায় না। শুধু নটিফিকেশন আর এড। আর মূল বিষয় হচ্ছে গ্রাফিক্স পিকচার এমনই স্টাইল করা হয়েছে যে লিখাগুলো পড়া কষ্টকর।

    Antivirus Use করুন। মাসে মাসে আপডেট করুন এবং আপনার পিসি কে সুরক্ষিত রাখুন। কোন নতুন ভাইরাস Antivirus কে এড়িয়ে যেতে পারে না।
    ধন্যবাদ।

  5. Avatar photo Mahamud591 Contributor says:
    Download problem ase.
  6. Avatar photo Neymar Jr Contributor says:
    ami mone kri avast e sera
    kintu barbar update korte hoy
  7. Avatar photo Absiddik8815 Contributor says:
    কত এম্বি ভাই,,,??
  8. Avatar photo abir Contributor says:
    koto mb?!
  9. Avatar photo SuMon Contributor says:
    কেউ PC এর জন্য Picsart.exe এর লিংক দিতে পারবেন?
  10. Avatar photo mdraselheart Contributor says:
    vi. download link tik koren

Leave a Reply