আজ একটি নতুন কিন্তু চমৎকার এবং কাজের এন্টিভাইরাসের সাথে পরিচয় করিয়ে দিব।
যা আপনি লাইফ টাইম ফ্রীতে ব্যবহার করতে পারবেন কোন সিরিয়াল কী ছাড়া ।
এন্টিভাইরাস কি এবং ইহা খায় না মাথায় দেয় ?
————————————————————————————————————————–
এন্টিভাইরাস আপনার পিসিকে ক্ষতিকর ভাইরাস হতে নিরাপদ রাখে।
ভাইরাস এর কারনে আপনার পিসির অনেক রকম ক্ষতি সাধন হতে পারে যার শেষ মাত্রা পিসিকে পুরোপুরি ড্যামেজ করে দিতে সক্ষম ।এছাড়াও এটি আপনার সকল তথ্যের নিরাপত্তা ভেঙ্গে দিয়ে অন্যের নিকট পাঠাতেও সক্ষম।
আপনার প্রয়োজনীয় ফাইলগুলো শেষ করে দিতে পারে। হার্ডডিস্ক , র্যাম অথবা অন্য কোন হার্ডওয়্যার নষ্ট করে দিতে ভাইরাসের আর কোন বিকল্প নাই। তাই ভালমানের এন্টিভাইরাস ব্যবহার করা উচিৎ যা আপনার শখের পিসিটিকে নিরাপদ রাখবে।
তো দেখে নেওয়া যাক কি এন্টিভাইরাস নিয়ে এত শোরগোল।
Baidu Antivirus 2015
বিঃদ্রঃ Baidu Antivirus 2015 সালের নয় এটাই নাম
বিঃদ্রঃ Baidu Antivirus 2015 সালের নয় এটাই নাম
- অসাধারন এবং ডায়নামিক সব ফিচার।
- প্রয়োজনীয় এবং কার্যকরী সকল টুলবক্স।
|
- বিশ্বাসযোগ্য এবং এ্যাওয়ার্ড প্রাপ্ত এন্টিভাইরাস।
Skip ad ডান পাশের উপরে দেখতে পাবেন
@ Jakir Hossain ভাই
আইডিতে নোটিশ দিলে অন্যকোনো এডমিনের চোখে পড়লে ট্রেইনার পদ বাতিল করবে।
তাড়াতাড়ি সব শর্টলিংক সরিয়ে ফেলুন।
আজ সত্যি বলছি ট্রিকবিডি সাপোর্ট সবার শীর্ষে।
Antivirus Use করুন। মাসে মাসে আপডেট করুন এবং আপনার পিসি কে সুরক্ষিত রাখুন। কোন নতুন ভাইরাস Antivirus কে এড়িয়ে যেতে পারে না।
ধন্যবাদ।
kintu barbar update korte hoy