আসসালামু আলাইকুম।

অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তা হলো কিভাবে আপনি আপনার উইন্ডোজ পিসিতে God Mode চালু করবেন। এখানে প্রশ্ন হচ্ছে, উইন্ডোজ-এর God Mode ব্যাপারটা আবার কি জিনিস! God Mode হলো এমন একটা স্থান যেখানে উইন্ডোজের সকল সেটিংস এবং কন্ট্রোল প্যানেল একজায়গায় পাওয়া যায়; এরমধ্যে কিছু হিডেন কন্ট্রোল প্যানেল-ও বিদ্যমান। তাই অনেকে একে Master Control Panel-ও বলে থাকেন।

তো, কিভাবে আপনি আপনার উইন্ডোজে God Mode শর্টকাট create করবেন তা জানতে নিচে লক্ষ্য করুন-
ডেস্কটপে একটি New Folder তৈরী করুন। Rename করে নিচের থেকে লেখাটা কপি করে বসিয়ে দিন এবং সেভ করুন।

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

এবারে ওপেন করে দেখুন এর ব্যপ্তি।

পোস্টটা যদিও অনেক ছোট, তবুও আশা করি অনেকেরই সাহায্যে আসবে।

পোস্টটি ভালো না লাগলে দুঃখিত। কোনো ভুল পেলে দয়া করে জানাবেন, আমি অতি শীঘ্র তা সংশোধন করতে চেষ্টা করব; শুধু-শুধু কমেন্টে নিন্দনীয় ভাষা ব্যবহার করে নিজের বংশ সম্বন্ধে অন্যদেরকে খারাপ কিছু ভাবনার সুযোগ দিবেন না।

My Facebook Profile

ধন্যবাদ।।।

11 thoughts on "[উইন্ডোজ ট্রিক] আপনার উইন্ডোজে পিসিতে চালু করে নিন GOD MODE."

    1. Md Rasel Hossain Author Post Creator says:
      ধন্যবাদ।
  1. Mahmud121 Contributor says:
    Author হওয়ার আবেদন কিভাবে করব?
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      পাঁচটা সুন্দর পোস্ট করে ট্রেইনার রিকোয়েস্ট করুন, এরপর অপেক্ষা করুন। তারপরে একমাসেও যদি আপনাকে অথর বানানো না হয় এবং আপনার নিজের ওপর যদি পরিপূর্ণ আত্মবিশ্বাস থাকে যে আপনি অবশ্যই সুন্দরভাবে পোস্টগুলো করেছেন, তাহলে অ্যাডমিনদের সাথে ফেসবুকে বা ইমেইলে যোগাযোগ করতে পারেন; এক্ষেত্রে স্বাধীন ভাই বেশি সক্রিয়। তারপরে অপেক্ষা করুন। ধৈর্য হারাবেন না, কারণ তারা শুধু আপনাকে নিয়েই ব্যস্ত থাকেন না।
  2. mdanondo Author says:
    kew ki admob & adsense a kaj koren? korle sara den ami kaj korte chi…
  3. Shihabul Hasan Subscriber says:
    ভাই আমি ২ টা পোস্ট করলাম কিন্তু এখনো তো publish হল না??
  4. Shahariar Saikat Contributor says:
    amar 2 ta post akhno pending

Leave a Reply